ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২

.. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। আর যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।  

1_1_2
এক. কলেজ থেকে ফিরছিল কিশোর ফারুক। কিন্তু রিমঝিম বৃষ্টিতে মন কি ঘরে ফেরে! তাইতো পাশে সাইকেল রেখেই বৃষ্টি ভেজা মাঠে শুরু করেছে দাপাদাপি। ছবিটা রোববার সকালে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে তুলেছেন আসাদ রাসেল।
2_2_4
দুই. কক্সবাজার থেকে সাগরে সূর্যাস্তের এই দৃশ্যটি তুলে পাঠিয়েছেন নাইমূল হাসান লিটন।
3_3_2
তিন. নেত্রকোনার বিরিশিরি থেকে কমলা রাণীর দীঘিপাড়ের এই ছবিটি তুলে পাঠিয়েছেন পার্থ দাস
4_4_5
চার. রাজধানীর উত্তরার একটি পার্ক থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন মনজুর এলাহী মুকুট।
5_5_8
পাঁচ. রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন তৌহিদুজ্জামান তন্ময়।
6_6_2
ছয়. চট্টগ্রাম ন্যাভাল এভিনিউ থেকে এই ফটো তুলে পাঠিয়েছেন আনোয়ার হোসেন।
7_7_1
সাত. জোড়া বুলবুলির এই ফটো তুলে পাঠিয়েছেন মির মনিরুল হক।
8_8_8
আট. জাতীয় স্মৃতিসৌধ থেকে ফটোটি তুলে পাঠিয়েছেন ওমর ফারুক সোহান।
9_9_61
নয়. কচুপাতায় ফড়িং এর এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন রাজধানীর পল্টনের সৈয়দ আসির আহমেদ রানা।
10_1
দশ. বাবুবাজার সেতু থেকে বুড়িগঙ্গায় সূর্যাস্তের এই দৃশ্য ধরেছেন রাজধানীর নিউ এলিফেন্ট রোডের খালেদ হোসেন
11_11_6
এগারো. পতেঙ্গা সমুদ্র সৈকতে সূর্যাস্তের এ ছবিটি তুলেছেন চট্টগ্রামের উত্তর পতেঙ্গার আবদুল্লাহ আল ফাহাদ।
12_12_9
বারো. চট্টগ্রামের মিরেরসরাই থেকে সবুজ বনানীর ওপাশে মেঘের পাহাড়ের এ ছবিটি মোবাইল ফোনে তুলেছেন আবদুল্লাহ আল মামুন।
13_13
তেরো. নরসিংদীর রায়পুরার হরিপুর গ্রাম থেকে এ ছবি পাঠিয়েছেন জাহাঙ্গীর আলম
14_bg_
চৌদ্দ. কক্সবাজারে সাগরের সঙ্গে নীল আকাশের মিতালীল এই ছবি তুলেছেন চট্টগ্রামের সাইফুল ইসলাম শিপু।
15_15
পনেরো. রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের এই ছবিটি তুলে পাঠিয়েছেন রোকোনুজ্জামান।


** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে


বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।