ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।

1_1
সূর্যাস্ত। রাজধানীর খিলগাঁও থেকে ছবিটি পাঠিয়েছেন মো. আরিফুল ইসলাম।
2_2_4
শখের ফটোপ্রাফার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে রাস্তায় হাঁটতে হাঁটতে অ্যাক্রোবেটিক ভঙ্গিতে ছবি তোলার এ মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন পুরানা পল্টনের সৈয়দ আসির আহমেদ রানা।
3_3_
মেঘের কোলে জলের বুকে সূর্যাস্ত। ছবিটি সিরাজগঞ্জ থেকে তোলা। পাঠিয়েছেন ঢাকা থেকে তৌহিদুজ্জামান।
4_4_7
গ্রামে এভাবে মাছ ধরার চিত্র আমাদের সত্যিই অন্য বাংলাদেশকে চেনায়। লক্ষ্মীপুর কমলনগর লুধুয়া বাজার এলাকা থেকে ছবিটি তুলেছেন চট্টগ্রামের মোহাম্মদ শেখ সাদী।
5_5
বাংলাদেশের গ্রামীণ রাস্তার সৌন্দর্য। শ্র্রীপুর গাজীপুর থেকে ছবিটি তুলেছেন নিকুঞ্জের রায়হান হক।
6_6_67
পিচঢালা এই পথটাকে ভালোবেসেছি... আলো-ছায়ার খেলায় মগ্ন রাস্তার দু’ধারের গাছগুলো। ছবিটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক থেকে তুলেছেন মো. তৌহিদুজ্জামান তন্ময়।
7_7
শরতের অলংকার কাশফুল। নূর এ আলম সিদ্দিক তুহিন ছবিটি ঢাকা থেকে তুলেছেন।
8_8_
বাংলাদেশের প্রত্নতত্ত্বের অন্যতম নিদর্শন কুমিল্লার শালবন বিহার। ছবিটি তুলেছেন রাজশাহীর মো. রেজাউল করিম।
9_9_
সব পাখি নীড়ে ফেরে.. মুহূর্তটি বঙ্গবন্ধু সেতুর উপর থেকে বাসে বসে ট্যাব দিয়ে তুলেছেন ঢাকার এসআইএমটির অ্যাডমিন অফিসার মোর্শেদুর রহমান সুমন।

জীবন থেমে থাকে না। শত বাধা পেরিয়ে তাই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা। ছবিটি ঢাকার নবাবগঞ্জ থেকে তুলে পাঠিয়েছেন প্রদীপ।
11_11_
দুরন্ত শৈশব। ঢাকার তালের টেক থেকে ছবিটি পাঠিয়েছেন মোহাম্মেদ মাহামুদুল হাসান মিঠু।
12_1212_12
কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যাস্ত। বরিশাল থেকে ছবিটি পাঠিয়েছেন রবিন জামান।
13_13
চিরায়ত বাংলার লাউখেত। বৃষ্টিভেজা খেতে শিশুর দুষ্টুমি। ছবিটি খুলনার ফুলতলা থেকে এস এম সালাম হোসাইনের পাঠানো।
14_14
লাউয়ের কচি ডগা মনে করিয়ে দেয় বাংলার কোনো এক কিশোরীর সবুজ সরলতা। ছবিটি তুলে পাঠিয়েছেন ঢাকার মো. পারওয়েজ আনজাম মুনির।
15_15_
বর্ষায় স্কুল মাঠে ফুটবল খেলায় মেতে ওঠা। ছবিটি চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন হোসাইন আহম্মদ।


** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে


বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।