ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।
নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। আর যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।
পুকুরের পানিতে সূর্যাস্ত প্রতিফলিত হয়ে তৈরি হয়েছে নয়নাভিরাম এক দৃশ্য; এ যেন বাড়ির কাছেই কুয়াকাটা! নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে ছবিটি তুলেছেন আসাদ রাসেল।
পতেঙ্গা সমুদ্র সৈকতে অস্তগামী সূর্যকে তালুবন্দি করার প্রয়াস। চট্টগ্রাম থেকে ছবিটি পাঠিয়েছেন তৌহিদ আহমেদ।
কুয়াকাটা সমুদ্র সৈকতে লাল রঙের এসব গরুর ছবি তুলেছেন রাজধানীর সূত্রাপুরের শাহাদাত হোসেন।
গ্রামীণ বয়োজ্যেষ্ঠ অবসর। খুলনার রূপসা উপজেলার আনন্দনগর গ্রাম থেকে ছবিটি তুলেছেন এস জামান।
কক্সবাজারের একটি ব্রিজ থেকে দুই বন্ধুর এ ছবিটি তুলেছেন রাজধানীর মিরপুরের মো. নাইমুল হাসান লিটন।
নৌকাজুটি। চাঁদপুর থেকে ছবিটি তুলেছেন লন্ডন প্রবাসী মাহবুব রেজা চৌধুরী।
মাধবকুণ্ড ঝরনা। নয়নাভিরাম এ ছবিটি তুলেছেন ম্যানচেস্টার প্রবাসী মো. আমির হোসেন।
মংলা জেলেপল্লী। ছবিটি তুলেছেন রাজধানীর বারিধারার মোহাম্মদ নাসির উদ্দিন।
ফুল ও হাসি। হাস্যোজ্জ্বল রাজকুমারী বৈশাখীর ছবিটি তুলেছেন রাজধানীর গুলশানের মোহাম্মদ এস জিলানি।
গ্রামে ভোর। নেত্রকোনার মুক্তারপাড়া ব্রিজের উপর থেকে মনোমুগ্ধকর ছবিটি ক্যামেরায় ধারণ করেছেন এম. এ. রব (হুমা)।
লাইফ অন দি লাইন্স। রাজধানীর তেজগাঁওয়ের রেললাইনের অস্থায়ী বাজারের ছবিটি তুলেছেন মামুনুর রশিদ।
চট্টগ্রাম ইপিজেড থেকে রাজহাঁসগুলোর এ ছবি ক্যামেরাবন্দি করেছেন নূর মোহাম্মদ মনসুর।
পদ্মা নদীর মাঝিরাও ব্যবহার করছেন সৌরবিদ্যুৎ। নৌকায় সৌর বিদ্যুতের প্যানেলের এ ছবি ফরিদপুর যাওয়ার পথে তুলেছেন সজল কুমার বোস।
ঘরে ফেরা। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ছবিটি তুলেছেন রাখি জামান।
পাহাড় ঘেরা কাপ্তাই লেকের শান্তস্নিগ্ধ এ ছবিটি রাজধানীর মিরপুরের শিহাব সাকিব ক্যামেরায় ধরা পড়েছে।
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪