ঢাকা: কেক লিখলেই সবার আগে গপাগপ খাওয়ার কথা মাথায় আসে! আর আসবেই বা না কেনো! এমন লোভনীয় আর মজার করে সেগুলো বানানো হয়, তখন ওই একটি কথা ছাড়া কিছু মাথায় আসে না।
সেই কেক যদি পড়ে কোনো শিল্পীর হাতে, তাহলে ঘটনা হয়ে যায় উল্টো! বলা ভালো, কেকের নকশা যদি শিল্পী করেন, তখন দেখার মতো একটি দৃশ্য হয়।
সেরকম আরও দশটি কেক আপনাদের সামনে পরিবেশন করছি। কেমন দেখতে, কিভাবে কী, কিছুই বললাম না। বরং আপনার চোখ আর মুখের একটা পরীক্ষা হয়ে যাক। খাবেন না দেখবেন!
স্নেক কেক
জেমস বন্ড কেক
সর্টিং হ্যাট কেক
অ্যান্টি গ্রাভিটি কেক
নিকন কেক
বুক কেক
আর্থ কেক
সুইট কেক
প্যালেওন্তোলজি কেক
সুশি কেক
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪