ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।
নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।
সাগরের কোলে পাহাড় ঘুমায় ওই। ছবিটি কক্সবাজারের হিমছড়ি পাহাড় থেকে তুলে পাঠিয়েছেন চট্টগ্রামের মো. নূর-ই আলম রাসেল।
আশ্রয়! দূর দিগন্ত থেকে ঝি ঝি পোকা পেয়েছে তার আপন ঠিকানা। গোপালগঞ্জের এক নিভৃত গ্রাম থেকে ছবিটি তুলেছেন মতিঝিলের সানজানা রহমান আশা।
বান্দরবানের স্বর্গ খ্যাত নীলগিরি দৃশ্যটি ধরা পড়েছে চট্টগ্রামের সালেহ আহমেদের ক্যামেরায়।
দিল্লির পথে পথে অসংখ্য কবুতর স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এভাবেই। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সৌমিত্র রাজুর পাঠানো আলোকচিত্র।
ঢাকায়ও দেখা মেলে এমন আঁকাবাঁকা নদী, সবুজ বন। মিরপুর বেড়িবাঁধ থেকে ছবিটি ক্যামেরাবন্দি করেছেন মিরপুরের মো. নিয়াজ মাহমুদ।
পুকুরপাড়ে সূর্যাস্তে মগ্ন শিশু। ছবিটি চট্টগ্রামের দীপেন বড়ুয়ার তোলা।
নীল জলরাশির সেন্টমার্টিনে আগুন ঝলসানো সূর্যাস্ত। ছবিটি পাঠিয়েছেন ঢাকার ফিরোজ আহমেদ।
ছবির নায়িকা! রেলপথের মতো সরল তাদের জীবন, তবু দু’চোখ স্বপ্নে বিভোর। চট্টগ্রাম রেলস্টেশন থেকে মাহমুদ রিয়াজ উদ্দিন চৌধুরীর ক্যামেরায়।
সোনালী ধানখেতের বুকে সূর্যাস্ত। ঢাকার মো. নাজমুল হাসানের ক্যামেরায়।
পরাধীনতা নয় স্বাধীনতা চাই। চট্টগ্রাম থেকে দীপেন বড়ুয়ার তোলা ছবি।
বিড়ালের সঙ্গে বন্ধুত্ব। সুনামগঞ্জের একটি গ্রাম থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন ঢাকার ড. মো. আরিফুর রহমান।
শৈশবের স্বাধীনতা...! ক্যামেরাবন্দি করেছেন কাবা ব্রাহ্মণবাড়িয়া থেকে আল মামুন রাজ।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজ করছেন একজন বৃদ্ধ। স্মার্টফোনে তোলা ছবিটি পাঠিয়েছেন ঢাকার ফিরোজ আহমেদ।
জোড় বেঁধেছে কলমি ফুল। মো. আনোয়ার হোসেনের ক্যামেরায় তোলা ছবিটি মাগুরা থেকে পাঠানো।
রাঙামাটির কাপ্তাই লেক দিয়ে শুভলং ঝরনায় যাওয়ার পথে চোখে পড়বে এমন দৃশ্য। চট্টগ্রাম থেকে ওয়ালিদুর রহমানের তোলা ছবি।
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪