ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০

.... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।


নদীর নাম মধুমতি। ভরবরষায় মাছ ধরায় ব্যস্ত জেলেরা। আইফোনে তোলা ছবিটি ফরিদপুর থেকে নেপু পালের পাঠানো।

সবজি হিসেবে পেঁপের কদর সবার কাছে। তবে এর ফুলটিও যে কত সুন্দর তা চোখে পড়ে না অনেকের। দৃষ্টিনন্দন পেঁপে ফুলের ছবিটি বগুড়ার ধুনট পৌর এলাকা থেকে পাঠিয়েছেন আমিনুল শ্রাবণ।

কক্সবাজার সমুদ্র সৈকতে বৃষ্টিঝরা সূর্যাস্তের ছবিটি ধারণ করেছেন ঢাকার মাকসুদা জামান শিমুল।

চিরায়ত বাংলার খেয়া পারাপারে পালতোলা নৌকা। জামালপুরের বহ্মপুত্র নদে সারা দিনের ব্যস্ত কাজ শেষে বাড়ি ফিরছেন মাঝি। ক্যামেরাবন্দি করেছেন আব্দুল্লাহেল রাফি।

সিলেটের হাওরাঞ্চলে শেষ বিকেলে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। ঢাকার ইফতেখার মো. রফিকুল্লাহর তোলা ছবি।

পাবনার পদ্মা নদীর উপর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ। পাশে লালনশাহ সেতু। নদীর ওপারে কুষ্টিয়া জেলা। তিনটি বিষয়বস্তুকে এক করেছেন পাবনার মো. আরিফুল ইসলাম।

যেসময় তার থাকার কথা স্কুল প্রাঙ্গণে, সেসময় শিশুটি নৌকার উপর বসে কাটাচ্ছে নিঃসঙ্গ সময়। নোয়াখালী নাঙ্গুলিয়ার খাল হাতিয়া থেকে ছবিটি তুলে পাঠিয়েছেন ইমরান।

বাবা-মায়ের চোখ ফাঁকি দিয়ে বিলে মাছ ধরায় ব্যস্ত দুই শিশু। রাজবাড়ীর বাহিরচর খাল থেকে মো. সোহেল মিয়ার তোলা ছবি।

মায়ের কোলে নিরাপদ আশ্রয়ে বিড়ালছানা। ঢাকার মানজুর এলাহীর তোলা ছবি।

গায়ের কিশোরীরর পথচলা। ছবিটি পাঠিয়েছেন মালয়েশিয়া প্রবাসী মো. জাহাঙ্গীর।

গোধূলি লগ্নে সুরমা নদী। স্মার্টফোনে তোলা ছবিটি সিলেটের কবির উদ্দিন সায়েকের পাঠানো।

বুড়িগঙ্গায় খেয়া পারাপারের জন্য অপেক্ষা। ঢাকা থেকে রায়হান হকের তোলা ছবি।


** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে


বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।