ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সাঁতার কাটলো একদিন বয়সী শিশু!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
সাঁতার কাটলো একদিন বয়সী শিশু!

ঢাকা: সবে পৃথিবীর আলো দেখেছে চার্লস এলওয়েল। বয়স মাত্র একদিন।

সারা শরীর গোলাপি রঙে মোড়ানো। আর এর মধ্যেই তুলতুলে মিষ্টি চার্লস বাবার সঙ্গে নেমে পড়লো সুইমিংপুলে!

হ্যাঁ, ঠিকই পড়েছেন। পৃথিবীর অনেক কিছুই শেখার আগে ছোট্ট চার্লস সাঁতার শিখছে। বাবার সাহায্য ছাড়া যদিও সে ভেসে থাকতে পারে না, তারপরও তার চেষ্টা যথেষ্ঠ প্রশংসনীয়!

গত বৃহস্পতিবার ইংল্যান্ডের ডেভন কাউন্টির ডেরিফো হাসপাতালে জন্ম নেয় চার্লস। আর জন্মের ঠিক ৩১ ঘণ্টা ৪৬ মিনিট পর বাবা সিমন এলওয়েলের সাথে সুইমিং পুলে নেমে পড়ল সে। বলা ভালো, বাবা নামলো তার সঙ্গে। আর বাবা নামবে নাই বা কেনো!

৩০ বছর বয়সী সিমন স্থানীয় একটি শিশুদের সাঁতার স্কুলের শিক্ষক।

তারপরও, বাবা যতই সাঁতার শিক্ষক হোন, জন্মের একদিন পরেই কেন চার্লস পানিতে! এমন প্রশ্নের জবাবে বাবা সিমনের চটজলদি উত্তর, কেন নয়!

চার্লস পুরো ব্যাপারটাই খুব উপভোগ করেছে। সাঁতার শেষে জলের মধ্যে তার ঘুমিয়ে পড়াটাও বেশ মজার। আর আমার কাছেও সেটি ছিল বিশেষ এক মুহূর্ত, যোগ করেন তিনি।  

এদিকে চালর্সের ১৯ মাস বয়সী বড়বোন এলিয়ানারও জলভীতি দূর করে দিয়েছেন বাবা। সে এখন বাবার সাহায্য নিয়ে বেশ ভালো সাঁতার কাটতে পারে। মা রেবেকাও সবাইকে সঙ্গে নিয়ে জলে নামার অপেক্ষায়!

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।