ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ভ্যাম্পায়ারের কবর!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪
ভ্যাম্পায়ারের কবর!

ঢাকা: ভ্যাম্পায়ার আছে কি নেই, তা নিয়ে বিতর্কের শেষ নেই। তবে তাদের অস্বাভাবিক আচার-আচরণ আর মানুষের রক্ত খাওয়ার প্রচুর গল্প প্রচলিত রয়েছে।

জীবিত অবস্থায় তাদের খোঁজ পাওয়া না গেলেও, মৃত অবস্থায় মিলল ভ্যাম্পায়ার!

সম্প্রতি বুলগেরিয়ায় একটি কবর খুঁড়ে ‘ভ্যাম্পায়ার’ খুঁজে পেলেন একদল প্রত্নতাত্ত্বিক। বলা ভালো, ভ্যাম্পায়ারের দেহাবশেষ।

কবর খুঁড়ে দেখা যায়, দেহাবশেষের বুকে একটি কাঠের খুঁটি পোঁতা। প্রচলিত আছে, ভ্যাম্পায়ারদের হত্যা করার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো এটি। অর্থাৎ এভাবে বুকে খুঁটি গেড়ে তাদের মাটির নিচে পুঁতে ফেলা হতো।

দক্ষিণ বুলগেরিয়ার পারপেরিকন রুইনস অঞ্চলে বর্তমানে খোঁড়াখুঁড়িতে নিযুক্ত রয়েছেন প্রত্নতাত্ত্বিক অধ্যাপক নিকোলাই অবচারোভ ও তার দল। তিনিই কবরটির সন্ধান পান।

এ বিষয়ে শোনা যাক তার মুখেই, আমাদের কোনো সন্দেহ নেই যে, একসময় ভ্যাম্পায়ার তাড়াতে শাস্ত্রীয় আচারানুষ্ঠান ছিল। সাধারণত যারা অপঘাতে যেমন আত্মহত্যা করে মারা যেত, তাদের উপর এসব প্রয়োগ করা হতো।

এটাও ঠিক, ১৩শ’ শতকের দিকে এভাবে বুকে খুঁটি পুঁতে মানুষকে কবর দেওয়ার রীতি ছিল, যোগ করেন অধ্যাপক।
কোনো এক অজানা কারণে ভ্যাম্পায়ার তথা দেহাবশেষটির বাম পা পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।