ঢাকা: বলা যায়, পৃথিবীর সবচেয়ে আদিম এবং অবধারিত যুদ্ধ হচ্ছে, প্রকৃতি বনাম সভ্যতা। প্রকৃতির চায় নিজের মেজাজে থাকতে।
তবে যুদ্ধে একচেটিয়াভাবে শুধু সভ্যতার জয় হয়েছে তাও নয়। প্রকৃতির দৃঢ়তায় হার মানতে হয়েছে সভ্যতার আধুনিক সব আবিস্কারকে।
সভ্যতা বরং সুবোধ বালকের মতো প্রকৃতির সাথে একরকম সহাবস্থান বজায় রেখেছে। বলা ভালো, সহাবস্থানে যেতে বাধ্য হয়েছে! ব্যাপারটা যেন এমন, তুমি ভাই তোমার মতো থাকো, তবে আমাকেও একটু সাথে রেখো।
দেখে নেয়া যাক প্রকৃতির কাছে সভ্যতার এমন কিছু পরাজয়। এ পর্বে থাকছে নয়টি ছবি।
গাছের দখলে ১০২ বছরের পোড়ো জাহাজ (সিডনি, অস্ট্রেলিয়া)
ইটের রাজ্যে শেকড়ের জয় (অস্ট্রেলিয়া)
পোড়ো বাড়িতে গাছের সাম্রাজ্য (আয়ারল্যান্ড)
পরিত্যক্ত ট্রেন স্টেশন (আবখাজিয়া, জর্জিয়া)
আই. এম. কুলিং টাওয়ার (বেলজিয়াম)
পরিত্যক্ত জেলে পাড়া সমুদ্রের দখলে (কামচাটকা, রাশিয়া)
অ্যাংকর (কম্বোডিয়া)
পোড়ো হোটেল কক্ষ, প্রকৃতি ও সভ্যতার মেলবন্ধন (কম্বোডিয়া)
ভূতের শহর (ইউক্রেন)
বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪
** প্রকৃতি বনাম সভ্যতার যুদ্ধ-১