ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

তিলেই জোলির সাফল্য, মনরোর দুর্ঘটনা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪
তিলেই জোলির সাফল্য, মনরোর দুর্ঘটনা!

শরীরে তিল নিয়ে বাংলানিউজে প্রকাশিত জ্যোতিষী রুবাইয়ের লেখা অনেকেই পড়েছেন। মিলিয়ে নিয়েছে তিলে চিহ্নিত ভাগ্যের কথা।

এবার চীনা জ্যোতিষীর কথা জানুন। ব্রিটিশ একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

তিল তো কম-বেশি সবারই থাকে। হাতে-বাহুতে-পায়ে কিংবা মুখমণ্ডলে। জ্যোতিষবিদ্যা মনে করে তিলের অবস্থানের ভিত্তিতেই নির্ধারণ হয় কারো ব্যক্তিত্ব, মনের ধরন, স্বাস্থ্য আর ভবিষ্যত।

কোনপথে যাবে জীবন-যাত্রা তা নির্ণয় করবে এই তিল। চীনা জ্যোতীষ শাস্ত্রের অন্যতম লেখক সিমন ওং জানিয়েছেন, তিলকের স্থান বিবেচনায় রেখে রোগীকে ওষূধ দিতে হবে।

‘রোগীর শাররীক ও মানুসিক গড়ন, রোগের ধরন ও গভীরতা আর চিকিৎসা পদ্ধতি সবই নির্ণিত হবে তিলের অবস্থানে। ’  

চীনা জ্যোতির্বিদরা মনে করেন, শরীরে যেসব পরিবর্তন আসে তা জীবনের বিভিন্ন ঘটনার প্রতি আবেগতাড়িত ও মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ারই ফল। আর তাই তিল থেকে নির্ধারণ করা যেতে পারে শরীরের গতি-প্রকৃতি।

একটি স্পষ্ট তিলক তার অস্থানের ভিত্তিতে মানব জীবনের কোনো দুর্বল বা সবল দিক নির্দেশ করে।

নারীদের শরীরে টিন এজের সময় তিল উঠতে শুরু করে, তার গর্ভধারনের বয়সে সেগুলো গাঢ় হয় আর ৪০ বছর পার হয়ে গেলে সেগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে।

কোথায় কোন তিলের কি মানে? সে কথা জানিয়েছেন সিমন ওং।

কপাল
কপালের ঠিক মাঝখানে তিল থাকলে ধরে নেওয়া হয় এই ব্যক্তি বড়দের সঙ্গে অর্থাৎ অফিসের বস কিংবা বাবা-মায়ের সঙ্গে যোগাযোগে খুব একটা দক্ষ নন। কপালের একদিকে থাকলে ধরে নেওয়া হবে ব্যক্তি কোনো কাজ সুনির্দিষ্ট করে সমাধান করতে পারেন। তার দক্ষতা ও শক্তি অফুরান।

চোখের ভুরু
ভুরুর নিচে তিল থাকা মানেই অগাধ সম্পত্তি। আর ভুরুর নিচের তিলটি যদি সাধারণভাবে চোখে না পড়ে, চোখের পাতায় ঢেকে থাকে তাহলে ধরে নেওয়া হয় তা বিশেষ কিছু। লুক্কায়িত সম্পদের মতোই এই তিল। আর যদি অ্যাঞ্জেলিনা জলির মতো ভুরুর উপরে থাকে তিল তাহলে আপনার জীবনে অর্থ-সম্পদ শুধু আসতেই থাকবে।

চোখের পাতা
চোখের পাতায় একটি তিল পারিবারিক জীবনে অশান্তি আর অর্থনাশের প্রতীক। আর চোখের নিচে অশ্রুবিন্দুর মতো তিল মানে হচ্ছে আপনি ভীষণভাবেই আবেগতাড়িত।

গাল
গালে তিল একাকীত্বের প্রতীক। পারিবারিক জীবন গঠন আপনার জন্য ভীষণই দুষ্কর।
আর আপনি হাসলে যে টোলটি পড়ে, তিল যদি তার কাছাকাছি হয়, মেরিলিন মনরো কিংবা মাইকেল সুমেকারের মতো, তাহলে দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা।

কান
চীনা জ্যোতীষবিদ্যা মতে কানেই আপনার চরিত্রের প্রকাশ। সুতরাং কানের লতিতে একটি তিল আপনার ব্যক্তিত্ব ও সুনামের প্রতীক।

কানের ভেতরে তিল থাকলে দীর্ঘ জীবন, আর কানের ওপরে তিল বুদ্ধিমত্তার প্রকাশ।
দুই কানেই তিল থাকলে আপনি প্রভাবশালী হবেন এবং একটি আরামদায়ক জীবন-যাপন করবেন।

নাক
নাকের ডগায় তিল থাকলে আপনাকে সতর্ক হতে হবে, কারণে এই অস্থিরতার প্রতীক। এই তিলের মানেই হচ্ছে- সম্পর্কের সঙ্কট সামনে।

নাকের সন্ধিস্থলে তিল মানে শক্তির কমতি, সামনে সঙ্কট। আর নাকের পাশে, নাশিকা রন্দ্রের কাছে তিলক ধনলাভের প্রতীক।

থুতুনি
থুতুনিতে তিল দৃঢ়তা ও শক্ত মনোবলের প্রতীক। জীবনের সঙ্গে এই তিলের তাল মিলিয়ে চলতে পারলে তা সাফল্য এনে দেবে। এই তিল থাকলে ভ্রমণ, স্থান-পরিবর্তন ইত্যাদির সম্ভাবনাও বাড়িয়ে দেয়।

ঠোঁট
উপরের ঠোঁটের ডান কিংবা বাম পাশে তিল ‘খাদ্যভাগ্য’ নামেই পরিচিত। এরা খেতে পছন্দ করেন। এরা খুব সদাচারি এবং জীবনের সুন্দর দিকগুলো নিয়ে থাকতে ভালোবাসে। নীচের ঠেঁটে তিল থাকলে ধরে নেওয়া যায় এর সন্তানরা অনেক সফল হবে।

ঘাড়
শরীর ও মাথার যে সংযোগ অংশ সেখানে কোনো তিল থাকার অর্থ শক্তিতে ভরপুর, আবার হতাশাও হতে পারে। ঘারের ঠিক মাঝখানে তিল থাকলে চরিত্রে হিংস্রতা থাকতে পারে আর তাদের পরিবার থাকতে পারে দারুণ দুঃখ-কষ্টে।

বুক
বুকে তিল মানে ক্ষমতা। বুকে যাদের তিল আছে তারা কর্মক্ষেত্র কিংবা সমাজে ক্ষমতাধর হবে।

পেট
নাভীতে কিংবা এর কাছাকাছি তিল ধনের প্রতীত।

হাত
হাতে তিল দক্ষতার প্রতীক। দক্ষতা থেকেই আসবে সম্পদ।

পীঠ
পীঠে তিল মানে আপনি ভার নিতে পারেন। আপনি জীবনে কঠোর পরিশ্রম করবেন। আর তাতে সাফল্য আসবে। তবে তা হতে পারে দেরীতে।  

পা
পায়ের রানের দিকটিতে তিল আপনার যৌনশক্তির প্রতীক। এ দিকে দিণ সবল যৌনতা বুঝায়। হাটুর নিচে তিল তার দেহের সবলতা বুঝায়। এরা কঠোর পরিশ্রমী। আর হাঁটুর ওপরেই যাদের তিল আছে তারা সম্পদশালী হবেন।

স্তন
স্তনে তিল মাতৃত্বের প্রতীক। আর এই নারীরা সমাজেও জনপ্রিয় ও প্রভাবশালী। স্তনের বোঁটায় তিল থাকলে এই মায়ের সন্তানেরা সফল হবে। ভালোবাসা, সৌভাগ্য ও সম্পদ সবই তাদের জন্য।

পায়ের পাতা
পায়ে তিল থাকলে ভালো নেতা হতে পারেন। আর ভালো কাজের জন্য স্বীকৃতি পাবেন।      
           
বাংলাদেশ সময় ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।