ঢাকা: সে তুমি যেই হও, সাবমেরিন বা যুদ্ধজাহাজ যাই নিয়ে আসো না কেন, পানির তলায় আমরাই রাজা! সেকথা যেন আরেকবার মনে করিয়ে দিল সমুদ্র দানব স্কুইড।
সম্প্রতি রাশিয়া ও আলাস্কার মধ্যবর্তী বেরিং সাগর দিয়ে যাচ্ছিল একটি সাবমেরিন।
তবে স্কুইডটি স্বভাবে বেশ ভালো প্রকৃতির। সাবমেরিনের চারপাশে ঘুরে একটু গুঁতোগাতা দিয়েই সে খুশি।
জানা যায়, গ্রিণপিস ইউএসএ মিশনের সাবমেরিন ছিল সেটি। সাবমেরিন কর্তৃপক্ষ উজ্জ্বল আলো দিয়ে স্কুইডটিকে ভয় দেখিয়ে প্রথমে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এতে বেশ কাজও হয়। প্রথমে চলে গেলেও ঘুরে এসে আবার আক্রমণ চালায় সে।
দ্বিতীয় দফায় স্কুইডটি সাবমেরিনকে লক্ষ্য করে একগাদা কালি বর্ষণ করলেও, তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।
স্কুইডের সাবমেরিন আক্রমণের এই ভিডিওটি আবার তারা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবি দেখে মন না ভরলে বরং ভিডিও দেখে নিন।
বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪