ঢাকা: রোজ পূর্ব-পশ্চিমে সূয্যি মামার উদয়াস্তের যে সুন্দর রূপ আমরা দেখি, কাছ থেকে কিন্তু তার উল্টো। মামার খুব কাছে যাওয়ার কথা তো ভাবাই যাবে না, জ্বলে-পুড়ে ছারখার হয়ে যেতে হবে।
সম্প্রতি সূর্যের সেই উল্টো রূপটাই ফ্রেমবন্দি করলেন নাসার বিজ্ঞানীরা। সে এক ভুতুড়ে রূপ তার! সোনালি আর হলুদ রঙের আভায় যেন কেমন গা ছমছমে করে ওঠে।
ছবির বিষয়ে নাসার পক্ষ থেকে বলা হয়, যে দূরত্ব থেকে আমরা ছবিগুলো তুলেছি সেখান থেকে কেবল আগুনের আলো দেখা যায়। সূর্যের উপরিভাগজুড়ে কেবল আগুন ঝড় আর অগ্নিশিখা।
ছবিগুলো তুলতে গিয়ে কোনো নভোচারী তাৎক্ষণিক বিপদে পড়েননি। নানান কৌনিক দূরত্ব থেকে তারা নিরাপদভাবে ছবিগুলো তুলেছেন।
এর আগে ছবি তুলতে গিয়ে বিজ্ঞানীরা সূর্যের গায়ে বেশকিছু গর্তের সন্ধান পান। এর মধ্যে চারকোণা কালো গর্তটি ‘করোনাল হোল’ নামে পরিচিত। করোনাল হোলে সৌর বাতাস তীব্র গতিতে প্রবাহিত হয়।
ছবিতে সূর্যের উজ্জ্বল অংশগুলোতে এক্স-রে ও অতি বেগুনি রশ্মি রয়েছে বলে মত বিজ্ঞানীদের। এই আলোক রশ্মিগুলোর কারণে কাছ থেকে বিভিন্ন সময় সূর্য ভিন্ন রঙে দেখা দেয়।
বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪