ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৯

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৯

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।

পাহাড়ের খাদ থেকে দেখা আলো-আঁধারিতে চাঁদ। হাবীব ইমন ছবিটি ধারণ করেছেন বান্দরবনের নীলগিরি পাহাড় থেকে।

পদ্মার বুকে...। ছবিটি দৌলতদিয়া ফেরি ঘাট থেকে তুলেছেন মানিকগঞ্জের মো. আলমগীর হোসেন।

বর্ষায় চাঁদপুর হাজীগঞ্জের মেনাপুর গ্রাম। নৌকায় ঘোরার সময় দেখা জাতীয় ফুল শাপলার পসরা। মো. রিফাত হোসেন কুমিল্লা থেকে পাঠিয়েছেন ছবিটি।

ধানখেতের অন্যরকম সৌন্দর্যের স্থিরচিত্রটি গাজীপুরের কালিয়াকৈর থেকে  মো. আহসান হাবীবের তোলা।

 নারায়ণগঞ্জের বাংলার তাজমহল। ছবিটি পাঠিয়েছেন শাকিল আহমেদ।

গোধূলিবেলায় ঘরে ফেরার এ ছবিটি হাতে আঁকা কোনো ছবিকেও যেন হার মানায়। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নাঈমুল ইসলাম।

আদিবাসী মা ও তার পরম স্নেহে লালিত সন্তান। রুমা বান্দরবান থেকে মোহাম্মদ আরিফ উদ্দিনের তোলা ছবি।

মানিকগঞ্জের তারা ব্রিজের ছবিটি সালেহ আহমেদ সাকিবের তোলা।


সাইকেলের কেরিয়ারে রাজহাঁস বেঁধে নিয়ে যাওয়ার ছবিটি ব্যতিক্রম বটে!! খুলনার ডাক বাংলা থেকে ফ্রেমবন্দি করেছেন আকতার।

বর্ষায় শাপলা-শালুক ফোটা বিলে দুরন্ত কিশোরী নৌকা বেয়ে যায়...। নড়াইলের যাদবপুর থেকে নুরুন নবী রাজীবের তোলা।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৪

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।