ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৬

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৬

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।


চট্টগ্রামের ফয়স লেক থেকে গোলাপি জবার ছবিটি তুলেছেন মো. পারওয়েজ আনজাম মুনির।


বর্ষায় টইটম্বুর চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা। ক্যামেরাবন্দি করেছেন আব্দুল কাইয়ুম।



শৈশবের দুরন্তপনা....। মৌলভীবাজারের দ্বারক এলাকা থেকে ইমন আহমেদ কোরেশীর তোলা ছবি।

শীতের বাহারি সবজি ফুলকপির খেত। মৌসুমে চুয়াডাঙ্গার এই সবজি যাবে দেশের বিভিন্ন স্থানে। সৈকত জোয়ার্দারের তোলা ছবি।

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থেকে হলুদ ফুলের এই ছবিটি ওয়ানাইজা রহমান শ্রেয়ার তোলা।



জলমেঘে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা...। টাঙ্গাইলের ধনবাড়ী থেকে ডা. সিরাজুল ইসলামের ক্যামেরায়।


সিলেটের রাতারগুল। এই জলারবনের ওয়াচ টাওয়ার থেকে বার্ডস আই ভিউতে। ছবিটি তুলেছেন নারায়ণগঞ্জের মোতাক্কাব্বির বিল্লাহ।

এখনো অবহেলিত গ্রাম বাংলার শিশুরা। ঝিনাইদহের পাগলাকানাই থেকে শেখ হৃদয় আহমেদ পিকুলের তোলা ছবি।


বাংলাদেশ জাতীয় দলের ইনডোর প্র্যাকটিস ও মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একটি অংশ বাসা থেকে মোবাইল ক্যামেরায় ধারণ করেছেন মোর্শেদুর রহমান সুমন


সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসফিল্ডের টিলার উপর থেকে সূর্যাস্তের নয়নাভিরাম ছবিটি তুলেছেন শাহজাহান চৌধুরী।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।