ঢাকা: হেমন্ত এলেই কানাকানি পড়ে যায় ধানক্ষেতে। শুরু হয় পাকা ধান আর সূর্যের সোনালি আলোর লুকোচুরি।
ঋতুর তালিকায় হেমন্তের পরেই আসে শীত। হাড়কাঁপুনি ঠাণ্ডা এ সময় দেখা না দিলেও, শীতের একটা আমেজ ঠিকই পাওয়া যায়। যেন শীত আসবে বলেই প্রকৃতির যত প্রস্তুতি।
স্বাভাবিকভাবেই খাল-বিল, নদী-নালায় শুকিয়ে আসে পানি। চারিদিকে পড়ে যায় মাছ ধরার ধুম!
তেমনই নারায়ণগঞ্জের রূপগঞ্জ বাউলিয়া পাড়া এলাকার বিলটি শীতের আগে আগে প্রায় শুকিয়ে গেছে। সকালে বিল ও জলাশয়ে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েছে শিশু-কিশোররা। শখ করে বিলে মাছ ধরতে নেমেছেন বৃদ্ধরাও।
বর্ষার পানিতে টইটুম্বর ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার বাউলিয়া পাড়ার এই বিল। এখন শুকিয়ে গেছে পানি। তাই আনন্দে ছেলে-বুড়ো সবাই মেতেছেন মাছ ধরার উৎসবে।
সমস্ত বিলজুড়েই একই চিত্র। দলবেঁধে স্বল্প কাদাপানি ঘেঁটে মাছ ধরছেন সবাই।
অ্যালুমিনিয়ামের হাড়ি, গামলা ভাসিয়ে তাতে মাছ রাখছেন সবাই। দিন শেষে যেন হিসাব হবে কে কতটা মাছ পেলো।
সবাই মাছ পেয়েছেন কম-বেশি। এখন জড়ো করার পালা। গামলা থেকে তাজা মাছ রাখা হচ্ছে হাড়িতে।
হাড়িভর্তি পুঁটি, চাঁদা, খলিসা মাছ পেয়ে ছোট্ট শিশুটির যেন আনন্দ ধরে না।
মাছ ধরা শেষ, শেষ হয়ে এসেছে দিনও। এখন তাই ঘরে ফেরার পালা।
বিলজুড়ে শুধু পানি নয়, রয়েছে সবুজ ঘাসও। ষড়ঋতুর বাংলাদেশে এখন হেমন্তকাল। বাজছে শীতের আগমনী বার্তা। হেমন্তের সকালে সেই ঘাষের ডগায় ফোটায় ফোটায় জমা শিশির বিন্দু যেন যেন সেটাই জানান দিচ্ছে।
হেমন্তের সকালে মাকড়সার জালে আটকে রয়েছে শিশির কণা। সেই শিশির কণার উপর পড়া সূর্যের আলো যেন তৈরি করেছে মুক্তার মালা!
সচরাচর দেখা মেলে না এ নিরীহ প্রাণীটির। সকালে বিলের মধ্যে শিরিভেজা ঘাসের উপর শিং উঁচিয়ে শামুকটি জানান দিচ্ছে আমিও আছি...।
বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪