ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৭

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৭

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।

‘আলো আসবেই...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের বারান্দা থেকে ছবিটি তুলেছেন ইংরেজি বিভাগের ছাত্র আহসান হাবীব।

মহানন্দা ও পুনর্ভবা নদীর মিলনস্থলে সূর্যাস্ত। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে পাঠিয়েছেন মো: সুমন রানা।

কোনো বাধাই মানে না প্রকৃতির আলো। কুষ্টিয়ার মজমপুরে অবস্থিত একটি ভবনের সামনে থেকে মহসিন ছবিটি ত‍ুলেছেন।

সৌন্দর্যের সব সংজ্ঞা যেখানে এসে কিছুটা ম্লান হয়ে যায় সেই সেন্টমার্টিন থেকে আরিফুল ইসলাম আরিফের তোলা ছবি।

মুন্সীগঞ্জের পদ্মা নদীর বাঁধানো তীরে মাছ ধরা। মো. মাসুদ রানা ছবিটি পাঠিয়েছেন কুষ্টিয়া থেকে।

সমুদ্র তীরে বসে গর্জন শোনা ছাড়া যেন কল্পনা করা যায় না সমুদ্রদর্শন। পর্যটকদের ভালোভাবে সে সুযোগ তৈরি করে দিতে কক্সবাজারে এ ব্যবস্থা। চট্টগ্রাম থেকে ছবিটি পাঠিয়েছেন শাহ আলম মিন্টু।

সীতাকুণ্ড ইকোপার্কের এ মনোরম দৃশ্য কেবল চোখে পড়বে ভরবর্ষায়। ঢাকার নুরুল আমিন লিটনের ক্যামেরায়।

জেলে জীবন। আর কিছুক্ষণ পরে হয়তো মেঘনাতে মাছ ধরতে যেতে হবে। তাই ছেলেকে নিয়ে জাল মেরামতে ব্যস্ত জেলে। লক্ষ্মীপুরের কমলনগর থেকে ছবিটি তুলেছেন মোহাম্মদ শেখ সাদী।

বর্ষায় উত্তাল সমুদ্র। কক্সবাজার থেকে মো. রাকিব মাহমুদের তোলা ছবি।

চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠে আগামী প্রজন্ম। কামরুজ্জামান টুটুল ছবিটি চাঁদপুর থেকে পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।