ঢাকা: বিয়ের দিন প্রথমবার কনের মুখ দেখেই ডিভোর্স চাইলেন বর। এমন ঘটানও ঘটে! আর সেটি আমাদের বিশ্বাসও করতে হয়!
ঘটনাটি সৌদি আরবের।
বিয়ের অনুষ্ঠানের দিন ছবি তোলার সময় যখন কনের ঘোমটা উন্মোচন করা হয় ঘটনাটি ঘটে তখন। এসময় প্রথমবার কনের মুখ দেখেন ‘হৃদয়হীন’ বর।
সৌদি আরবের গণমাধ্যমের খবর অনুযায়ী, কনের মুখ দেখা মাত্র বর লাফিয়ে ওঠেন এবং ঘোষণা দেন তিনি যত দ্রুত সম্ভব ডিভোর্স চান।
বর বলেন, তুমি সেই ব্যক্তি নও যাকে আমি সবসময় কল্পনা করেছি। আমি দুঃখিত, কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিতে চাই।
বর-কনে উভয়ই পরিবারের সিদ্ধান্তে এ বিয়েতে রাজি হন। বিয়ের আগে তারা কেউ কাউকে সরাসরি দেখেন নি।
কারণ হিসেবে বর বলেন, বিয়ের আগে সরাসরি দেখা করার সুযোগ ছিলো না।
যখন তিনি ডিভোর্স দিলেন তখন কনের পরিবারের উৎসবের রাত পরিণত হলো কান্নার রাতে।
সৌদি আরবের পশ্চিমের একটি শহরের অনুষ্ঠিত ওই বিয়েতে আসা অতিথিরা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন।
কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি দাঁড়ালো এমন, যে সময় বর-কনের থাকার কথা ছিল মধুচন্দ্রিমায়, সেসময় তারা বহু দূরে।
বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪