ঢাকা: প্রতিবেদনের ছবিগুলো দেখে হয়তো চোখ কচলে নিচ্ছেন, মানুষের শরীর কীভাবে এভাবে মুড়িয়ে-গুটিয়ে ফেলা যায়? এ কীভাবে সম্ভব? আপনার কাছে অসম্ভব হলেও তা সম্ভব করেছেন রাশিয়ান তরুণী জ্লাতা (২৮)।
অসাধারণ এ শারীরিক কসরতের জন্য রাশিয়ান এ অ্যাথলেট ২০১৫ সালের ক্যালেন্ডারের পাতায় স্থান করে নিয়েছেন।
জ্লাতার শরীর গোটানোর এ কসরত দেখলে মনে হবে, আধুনিক ভাস্কর্যের নতুন এক শিল্প। তারওপর সোনারঙ মেখেছেন কোনো চিত্রশিল্পী।
এমন অসংখ্য কসরতে জ্লাতা ভেঙেছেন অনেক রেকর্ড। রেকর্ড ভাঙা এসব ছবিই স্থান পেয়েছে ক্যালেন্ডারের পাতাজুড়ে।
তবে, এই সাধুবাদের মঞ্চে দাঁড়াতে কম পরিশ্রম করতে হয়নি জ্লাতাকে। মাত্র চার বছর বয়স থেকেই এতে অভ্যস্ত হতে চর্চায় নামেন তিনি।
জ্লাতা নামে পরিচিত হলেও আসল নাম জুলিয়া গুয়েনথেল। উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। বসবাস করছেন জার্মানিতে।
বিশ্বজুড়ে অগণিত ভক্তদের ক্রিসমাসের অভিনন্দন জানিয়ে এ সুন্দরী বলেন, বিশ্বাস রাখুন, আসছে বছরে আপনাদের জন্য আরও চমক রয়েছে।
বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪