ঢাকা, শুক্রবার, ২৭ চৈত্র ১৪৩১, ১১ এপ্রিল ২০২৫, ১২ শাওয়াল ১৪৪৬

ফিচার

ফিরে দেখা-২০১৫

বছরের সেরা-আলোচিত ছবি (পর্ব-১)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
বছরের সেরা-আলোচিত ছবি (পর্ব-১)

ঢাকা: দেখতে দেখতে শেষ হয়ে এলো বছর। কয়েকদিন বাদেই ২০১৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করবে বিশ্ববাসী।

বছরজুড়ে বিভিন্ন ঘটনার পাশাপাশি সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে ঝড় তুলেছে বেশ কিছু ছবি। আলোচিত সেসব ছবি নিয়ে দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব-

undefined


দক্ষিণ-আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্ক। গাড়ি ভর্তি সড়কে নেমে শিকারে মত্ত সিংহরাজ। গাড়িতে বসে থাকা যাত্রীরা হতবাক পথিমধ্যে বন্য লড়াই দেখে।

undefined


অ্যাসলে কার্পিয়েল। ৩২ বছর বয়সী এ নারী ফাইব্রোডিসপ্লেসিয়া ও সিফিকেনস প্রোগ্রেসিভা রোগে আক্রান্ত। বংশগত এ রোগে পেশী হাড়ে রূপান্তর হয়ে যায়। কিন্তু তাতে অ্যাসলে থেমে নেই।

undefined


১২ মিটার ঢেউয়ের নিচে বেসামাল এক সার্ফার। জায়গাটা হাওয়াইয়ের মাউইতে।

undefined


গ্রিন ট্রি ফ্রগটা বোধহয় এভ‍াবেই ব্যায়াম করছিলো। চলতি বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়া থেকে তোলা হয়েছে ছবিটি।

undefined


মাল্টা দ্বীপে স্থানীয় জলাশয়ে উড়ন্ত ডাইভ দিয়ে সাঁতারের প্রস্তুতি নিচ্ছেন এই ব্যক্তি ও তার পোষা কুকুর।    

undefined


রোমারিও দস সান্তোস আলভেস। ব্রাজিলের এ বডি বিল্ডার তার হাতের পেশীকে সুঠ‍াম দেখাতে ইনজেশনের মাধ্যমে বাহুতে তেল প্রবেশ করান। যদিও এ পদ্ধতি জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।  

undefined


ভানুয়াতুর লাভা হ্রদে অ্যাডভেঞ্চারার স্যাম কসম্যান।

undefined


হাতিকে কব্জা করতে শুর কামড়ে দিলো কুমির! দক্ষিণ আফ্রিকার সাবি স্যান্ডস রিজার্ভ থেকে তোল‍া ছবি।

undefined


মেলানি গেইডস। বিরল জেনেটিক অসুস্থতার কারণে তার চুল, দাঁত ও ত্বকের পূর্ণ বিকাশ হয়নি।

undefined


তেড়ে যাওয়া মহিষের কবলে পড়ে সিংহ নিজেই উঠলো গাছে। চলতি বছরের মার্চে কেনিয়ার মাসাই মারা থেকে তোলা হয় ছবিটি।

undefined


কলোম্বিয়ায় নিজ বাড়িতে জুলি সাংউইনোর মেকওভার। বিরল জেনেটিক অসুস্থতার কারণে ২৫ বছর বয়সী জুলির হাত ও পায়ের সম্পূর্ণ বিকাশ হয়নি। যার ফলে স্কুলেও তাকে কম হয়রানির শিকার হতে হয়নি।

undefined


ঢাকার ট্যানারিতে কর্মরত এক শিশুশ্রমিক। ওর নাম মিরাজ। বয়স ১১ বছর।

undefined


দু’পা ছ‍াড়াই কেয়া সেজার জন্ম। কিন্তু পায়ের অভাব তার সফল মডেলিং ও স্পোর্টস পারদর্শিতায় প্রতিবন্ধকতা হতে পারেনি। ক্যালিফোর্নিয়ায় স্বতঃস্ফূর্ত স্কেটবোর্ডিংয়ে মগ্ন ২২ বছর বয়সী এ সুন্দরী।  

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।