ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

প্রকৃতির রসবোধ!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
প্রকৃতির রসবোধ!

ঢাকা: প্রকৃতির রসবোধ চমৎকার। জানে রসায়নও।

সে নিজেই যেন একটি শিল্প ভাণ্ডার। নয়তো গাজরকে স্নেহের বাহুডোর, আর
জমজ গাজর! বলা ভালো গাজর দম্পতি বাহুডোরে সাধছে মায়াসুর...।


ডানা ঝাপটে স্ট্রবেরির লাল প্রজাপতি বুঝি উড়ে যাবে এক্ষুণি!


টমেটোর উপরে টমেটো। না না, টমেটোর কেটলি!


বাজারের ঝুড়ি থেকে উঠে এসেই পায়ে পা তুলে আধশোয়া হলো যৌবনা মূলা।


মুলারও এবার পা গজালো।


কৃষকের কষ্ট মিটে গেলো এবার। মূলা নিজ পায়েই উঠে আসছে ক্ষেত থেকে।


স্ট্রবেরির লাল পাখি গাইবে কি গান?


সবজিটিকে দু’ভাবে দেখুন। এপাশ থেকে নীলতিমি আর ওপাশ থেকে হাঁসের মতো। বলুন তো, কোন পাশ থেকে সে দেখতে কেমন!
ছবি: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।