ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফিচার

নদীর পানি হঠাৎ রক্তলাল!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
নদীর পানি হঠাৎ রক্তলাল!

ঢাকা: স্বাভাবিক পানিতেই বইছিলো ‘দালদিকান’ নদী। হঠাৎই সে পানি ‘রক্তলাল’ হয়ে গেলো।

রাশিয়ার সবচেয়ে দূষণপ্রবণ শহরের একটি ‘নরিস্ক’র বুক চিরে বয়ে চলা ওই নদীর পানির এ রং পরিবর্তনের কারণ অনুসন্ধান শুরু হয়েছে।

সাইবেরিয়া ওই নদীর পানির লালস্রোতের কারণ অনুসন্ধানে অবশ্য প্রাথমিক একটি কারণ উদ্ধার করেছেন পরিবেশ বিজ্ঞানীরা।  

তারা বলছেন, দূষণপ্রবণ ওই শিল্প শহরটির ভেতরে বয়ে চলা ‘দালদিকান’ নদীর পাশেই রয়েছে বেশ কয়েকটি ইন্ডাস্ট্রি। ওইসব ইন্ডাস্ট্রির ‘ভার’ বহন করতেই নিজের ‘রং’ পরিবর্তন করেছে নদীটি।  

এ বিষয়ে রাশিয়ার প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের প্রধান সারজে ডনস্কি এক বিবৃতিতে নদীর পাশের নিকেল প্লান্টের কোনো সমস্যাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।  

তবে প্রকৃত কারণ উদ্ধারে অনুসন্ধান অব্যাহত রেখেছেন পরিবেশ বিজ্ঞানীরা।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।