ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

প্রথমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
প্রথমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির মিনার। ছবি: দীপু মালাকার

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।



২১ ফেব্রুয়ারি, ২০১৭, সোমবার। ০৮ ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৯০১-কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।  
১৯১৬-জার্মানের ফ্রান্স আক্রমণের মধ্যদিয়ে ভাদুনের যুদ্ধ শুরু।  
১৯৪৬-মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ হয়।
১৯৫২- মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে তদানীন্তন পূর্ববাংলায় পুলিশের গুলিতে আবুল বরকত, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, আবদুল জব্বার প্রমুখ শহীদ হন। তাদের আত্মত্যাগের বিনিময়েই মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পায় বাঙালি জাতি। এই অধিকার আদায়ের মধ্য দিয়েই বাঙালি জাতির স্বাধীনতা লাভের চেতনার উন্মেষ ঘটে।
১৯৫৮-মিশর ও সিরিয়ার জনগণ এক গণভোটে ঐক্যবদ্ধ রাষ্ট্রজোট হিসেবে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠনের পক্ষে রায় দেন।  
১৯৮৩-চাপিয়ে দেয়া যুদ্ধের সময় ইরানী মুজাহিদরা দক্ষিণ পশ্চিম ইরান থেকে খায়বার শীর্ষক অভিযান শুরু করে।
২০০০-বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়।  

জন্ম 
১৯০৭-অ্যাংলো-মার্কিন কবি ও সমালোচক ডব্লিউ এইচ অডেন।

মৃত্যু
১৬৭৭-ওলন্দাজ দার্শনিক স্পিনোজার।
১৯৬৫-মার্কিন সংগ্রামী ও কৃষ্ণাঙ্গ মুসলমান নেতা ম্যালকম এঙ একটি সন্দেহভাজন গোষ্ঠীর হামলায় মারা যান।
১৯৬৮-নোবেলজয়ী ব্রিটিশ চিকিৎসাবিজ্ঞানী হাওয়ার্ড ওয়াল্টার ফোরি।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।