ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ক্রিকেট খেলার আইনকানুন সূত্রবদ্ধ হয়

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
ক্রিকেট খেলার আইনকানুন সূত্রবদ্ধ হয় ইতিহাসের এই দিনে

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৫ ফেব্রুয়ারি, ২০১৭, শনিবার। ১৩ ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী
•    ১৭৭৪- ক্রিকেট খেলার আইনকানুন সূত্রবদ্ধ হয়।
•    ১৮৬২- যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।
•    ১৯৩৩- জাপান লিগ অব নেশনস থেকে ইস্তফা দেয়।
•    ১৯৪৫- মার্কিন বিমান টোকিও আক্রমণ করে।
•    ১৯৫৪- সিরিয়ায় প্রেসিডেন্ট আদিব আল শিশাকলির স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণবিদ্রোহ শুরু হয়।
•    ১৯৭২- বাংলাদেশকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া স্বীকৃতি দান করে।
•    ১৯৭৭- কুমিল্লার ময়নামতিতে এক হাজার ৩০০ বছর আগের স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া যায়।

জন্ম
•    ১৭৭৮ : আর্জেন্টিনা, চিলি ও পেরুর মুক্তি আন্দোলনের পুরোধা জোসে দ্য সান মার্টি।
 
মৃত্যু
•    ১৫৮৬- সম্রাট আকবরের সভাকবি বীরবল।
•    ১৮৬৬- ইতালীয় দার্শনিক বেনোদেত্তো ক্রোচে।
•    ১৮৯৯- সংবাদ সংস্থা রয়টারের জনক পল জুলিয়াস।
•    ১৯৮৩- নাট্যকার টেনেসি উইলিয়াম।
•    ১৯৫৭- কবি সুনির্মল বসু পরলোকগমন করেন।
•    ২০০৯- ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন প্রাণ হারান।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।