ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ফিচার

কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খণ্ডচিত্র (ফটোস্টোরি)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের খণ্ডচিত্র (ফটোস্টোরি) ছবি: সুমন শেখ

ঢাকা: বৃহস্পতিবার রাতে রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এতে বস্তির প্রায় ১৫ শতাংশ ঘর-বাড়ি পুড়ে যায়।

ছবি: সুমন শেখফায়ার সার্ভিস ও বস্তিবাসীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বিকেলেও অগ্নিকাণ্ডস্থল থেকে বের হচ্ছিল ধোঁয়ার কুণ্ডুলি। ছবি: সুমন শেখকিছু কিছু যায়গায় নিভে যাওয়া আগুন যেন আবার জ্বলে উঠতে চাইছিলো।


ছবি: সুমন শেখ
আগুন নেভাতে কুয়া থেকে পানি তুলছিলেন এক বৃদ্ধ। ছবি: সুমন শেখকেউ কেউ পুড়ে যাওয়া ভগ্নাংশের মধ্যে খুঁজে বেড়াচ্ছেন তাদের শেষ সম্বল। ছবি: সুমন শেখসর্বস্ব হারিয়ে ধ্বংসস্তূপের দিকে নির্বাক তাকিয়ে বস্তির এক বাসিন্দা। ছবি: সুমন শেখঅগ্নিকাণ্ডের পর বস্তির শত শত সহায় সম্বলহীন হয়ে এখন খোলা আকাশের নিচে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।