ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন ফু দোর্

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, মে ৮, ২০১৭
অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন ফু দোর্

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৯ মে, ২০১৭, মঙ্গলবার। ২৬ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ অভিযাত্রা শুরু করেন।
•    ১৭৮৮ - ব্রিটেনের ক্রীতদাস প্রথা বিলোপের জন্য পার্লামেন্টে বিল পাস।
•    ১৮৭৪ - মুম্বাইয়ে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়।
•    ১৯৮৪ - প্রথম ভারতীয় অভিযাত্রী হিসেবে ফু দোর্ অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন। তিনি ১৯৮৭ সালে কাঞ্চনজঙ্ঘা অভিযাত্রায় প্রাণ হারান।
•    ১৯৯২ - আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজান প্রজাতন্ত্রের উপর হামলা চালিয়েছিলো।
•    ১৯৯৪ - নেলসন ম্যান্ডেলা বর্ণবৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
জন্ম
•    ১৪৫৪ - ইতালির ব্যবসায়ী, অভিযাত্রী, নৌ-বিশারদ এবং মানচিত্র নির্মাতা আমেরিগো ভেসপুসির জন্ম।
•    ১৮০০ - আমেরিকার দাস বিদ্রোহের নেতা জন ব্রাউনের জন্ম।

মৃত্যু
•    ১৯০৩ - প্রখ্যাত ফরাসি চিত্রকর পল গোগাঁ।
•    ১৯৩১ - যুক্তরাষ্ট্রের পদার্থবিদ এলবার্ট মিকেলসন।
•    ২০০৯ - পরমাণু বিজ্ঞানী, বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়া ইন্তেকাল করেন। তিনি জন্মেছিলেন ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।