ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

রম্য অভিনেতা চার্লি চ্যাপলিনের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
রম্য অভিনেতা চার্লি চ্যাপলিনের প্রয়াণ চার্লি চ্যাপলিন। ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৫ ডিসেম্বর, ২০১৭, সোমবার। ১১ পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১০০০ - ইস্তফান হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত হন।
১০৬৬ - উইলিয়াম ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৬৯১ - রাঁচির জগন্নাথ মন্দির নির্মিত হয়।
১৭৫৮ - হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায়।
১৭৭১ - দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন।
১৯২৫ - কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙল পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯২৬ - সম্রাট হিরোহিতো জাপানের সিংহাসনে আরোহন করেন।
১৯৬৪ - ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার।
১৯৭৪ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন।

জন্ম
১৭২১ - উইলিয়াম কলিন্স, ব্রিটিশ কবি।
১৮৬১ - মদনমোহন মালব্য, ভারতীয় শিক্ষাবিদ ও মানবতাবাদী পণ্ডিত।
১৮৭৬ - মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রথম গভর্নর।
১৯১৮ - আনোয়ার সাদাত, মিশরের সাবেক প্রেসিডেন্ট।
১৯১৯ - আবু রুশদ, বাংলাদেশের সুপরিচিত লেখক এবং ঔপন্যাসিক।
১৯১৯ - নওশাদ আলী, ভারতের সংগীত পরিচালক।
১৯২৩ - মাজহারুল ইসলাম, বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের একজন প্রথিতযশা স্থপতি।

মৃত্যু
১৯৭৭ - চার্লি চ্যাপলিন, বিশ্ববিখ্যাত ব্রিটিশ রম্য অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। ১৮৮৯ সালের ১৬ এপ্রিল লন্ডনের ওয়ালওয়ার্থে জন্মগ্রহণ করেন তিনি। ১৯১৪ সালে কিড অটো রেসেস অ্যাট ভেনিস ছবিতে দ্য ট্রাম্প চরিত্রটি দিয়ে বিশ্ব চলচ্চিত্রে আলোড়ন সৃষ্টি করেছিলেন চার্লি। নিজের ছবিতে নিজেই অভিনয়, সংলাপ রচনা, পরিচালনা, প্রযোজনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। নির্মাণ করেছেন ‘শোল্ডার আর্মস’ ,‘দ্য কিড’, ‘দ্য সার্কাস’, ‘সিটি লাইটস’ ও ‘মডার্ন টাইমসে’র মতো কালজয়ী সব সিনেমা। দু’বার অস্কার ও ১৯৭৫ সালে নাইট উপাধি লাভ করেন।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।