ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বিপ্লবী গোপীনাথ সাহার ফাঁসি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
বিপ্লবী গোপীনাথ সাহার ফাঁসি বিপ্লবী গোপীনাথ সাহা

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০১ মার্চ ২০১৮, বৃহস্পতিবার। ১৭ ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৪৯৮ - অভিযাত্রী ভাস্কো দা গামা মোজাম্বিক আবিষ্কার করেন।
১৬৪০ - ভারতের কাছ থেকে ব্রিটিশরা মাদ্রাজে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি লাভ করে।
১৮১১ - মামলুকদের পরাস্ত করে মোহাম্মদ আলীর মিশরের ক্ষমতারোহন।
১৮১৫ - এলবা দ্বীপ থেকে পলায়নের পর নেপোলিয়ন বোনাপার্টের ১০০ দিনের শাসনকাল শুরু হয়।
১৯১২ - আলবার্ট বেরি প্রথম প্লেন থেকে প্যারাসুটের সাহায্যে মাটিতে নামেন।
১৯১৪ - চীন আন্তর্জাতিক পোস্টাল ইউনিয়নে যোগ দেয়।
১৯৪৯ - রাশিয়ান প্লেন দুর্ঘটনায় ৩৮৫ জন নিহত হন।
১৯৭১ - স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।
১৯৭১ - ইয়াহিয়া খান কর্তৃক পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্ঠকাল স্থগিত ঘোষণা।
১৯৯০ - লিথুনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৯৭ - বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং সার্ভিস চালু হয়।

জন্ম
১৯৪০ - শাফাত জামিল বীর বিক্রম, বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
১৬১১ - জন পেল, ব্রিটিশ গণিতবিদ, জ্যামিতিজ্ঞ এবং জ্যোতির্বিদ।
১৮৬১ - অক্ষয়কুমার মৈত্রেয়, বাঙালি ইতিহাসবিদ।
১৮৯২ - রিয়ুনোসুকি অকুতাগাওয়া, জাপানের বিশিষ্ট সাহিত্যিক ও ছোট গল্পের জনক।
১৯৩১ - লামবের্তো দিনি, ইতালিয়ান রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
১৯৫৬ - ডালিয়া গ্রাইবস্কেইট, লিথুয়ানিয়ার প্রখ্যাত রাজনীতিবিদ এবং রাষ্ট্রপতি।
১৯৪৫ - প্রবীর ঘোষ, বাঙালি যুক্তিবাদী ও মানবতাবাদী।

মৃত্যু
১৯১১ - ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ, ডাচ জৈবরসায়নবিদ, রসায়নে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী।
১৯২৪ - গোপীনাথ সাহা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী। ১৯০৬ সালে হুগলীর শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন তিনি। অসহযোগ আন্দোলনের সময় বিদ্যালয় ত্যাগ করে বিপ্লবী সংগঠনের বিভিন্ন নেতাদের সঙ্গে কাজ শুরু করেন। ১৯২৪ সালের ১২ জানুয়ারি অত্যাচারী পুলিশ কমিশনার চার্লস টেগার্টকে নিশ্চিহ্ন করতে গিয়ে ভুল করে আর্নস্ট ডে সাহেবকে গুলি করে হত্যা করেন। গ্রেফতারের পর আত্মপক্ষ স্বমর্থনে অস্বীকৃত হন এবং ‘টেগার্ট হত্যাই ছিল মূল উদ্দেশ্য’ এ কথা স্বীকার করেন। ফলাফলে একই বছরের ১ মার্চ ফাঁসিতে মৃত্যুবরণ করেন এ তরুণ বিপ্লবী। ওইদিন কলকাতাসহ ব্রিটিশ ভারতের অনেক স্থানে শোকসভা হয়।
১৯৪৩ - আলেকজেন্ডার ইরসিন, ফ্রান্স-সুইস চিকিৎসক ও ব্যাকটেরিওলজিস্ট এবং ইরসিনিয়া পেস্টিসের আবিষ্কারক।
১৯৯৫ - জর্জেস জে এফ কোহলার, জার্মান জীববিজ্ঞানী, চিকিত্সাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।