ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সবচেয়ে দাপুটে পাসপোর্ট সিঙ্গাপুর-জাপানের, বাংলাদেশ ৯৭তম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
সবচেয়ে দাপুটে পাসপোর্ট সিঙ্গাপুর-জাপানের, বাংলাদেশ ৯৭তম বিশ্বের বিভিন্ন দেশের শক্তিশালী পাসপোর্ট

ঢাকা: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুর ও জাপানের। ২০১৮ সালের এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৭তম।

বিশ্বের সব দেশের পাসপোর্ট নিয়ে এ তুলনামূলক রিপোর্টটি প্রকাশ করে বহুজাতিক ল ফার্ম হেনলি অ্যান্ড পার্টনার্স। তালিকায় ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারার সুবিধার উপর ভিত্তি করে হালনাগাদ করা হয়।

২০১৭ সালের হালনাগাদে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছিল জার্মানির। কিন্তু এ বছর জার্মানিকে পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছে সিঙ্গাপুর ও জাপানের পাসপোর্ট। এ দু’টি দেশের পাসপোর্ট দেখিয়ে বিনা ভিসায় বিশ্বের ১৮০টি দেশ ভ্রমণ করা যায়।  

জার্মানি রয়েছে দ্বিতীয় অবস্থানে। জার্মানির পাসপোর্ট নিয়ে বিনা ভিসায় ভ্রমণ করা যাবে ১৭৯টি দেশে। ফ্রান্স, ইতালি, স্পেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন ও দক্ষিণ কোরিয়া একত্রে অবস্থান করছে তৃতীয়তে। এসব দেশের পাসপোর্ট নিয়ে বিনা ভিসায় ১৭৮টি দেশ ঘুরে আসা যাবে।

সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৭তম। বাংলাদেশি পাসপোর্টে বিনা ভিসায় ভ্রমণ করা যায় ৩৮টি দেশ। একই অবস্থানে রয়েছে লেবানন, ইরান ও কসোভো। বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে উত্তর কোরিয়া (৯৫তম) ও মিয়ানমার (৯৪তম)।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে আছে মালদ্বীপ (৫৯তম)। এরপর রয়েছে ভারত (৮১তম), ভুটান (৮৫তম), শ্রীলংকা (৯৪তম), নেপাল (৯৯তম) ও পাকিস্তান (১০২তম)।

তালিকায় সবচেয়ে নিচে অবস্থানকারী দেশটি আফগানিস্তান। দেশটির অবস্থান ১০৫, পয়েন্ট ২৪।  

তালিকায় প্রথম দশের মধ্যে অবস্থানকারী বেশিরভাগই ইউরোপের পাসপোর্ট। যুক্তরাজ্য রয়েছে চতুর্থ ও যুক্তরাষ্ট্র পঞ্চম অবস্থানে।

হেনলি অ্যান্ড পার্টনার্সের তালিকার প্রথম ১৫টি দেশের নাম ও পয়েন্ট নিচে দেওয়া হলো:

১. সিঙ্গাপুর, জাপান – ১৮০ পয়েন্ট
২. জার্মানি – ১৭৯ পয়েন্ট
৩. ফ্রান্স, ইতালি, স্পেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন, দক্ষিণ কোরিয়া – ১৭৮ পয়েন্ট
৪. পর্তুগাল, অস্ট্রিয়া, যুক্তরাজ্য, নরওয়ে, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস – ১৭৭ পয়েন্ট
৫. কানাডা, সুইটজারল্যান্ড, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র – ১৭৬ পয়েন্ট
৬. অস্ট্রেলিয়া, গ্রিস, বেলজিয়াম – ১৭৪ পয়েন্ট
৭. মাল্টা, নিউজিল্যান্ড, চেক প্রজাতন্ত্র – ১৭৩ পয়েন্ট
৮. আইসল্যান্ড – ১৭২ পয়েন্ট
৯. হাঙ্গেরি – ১৭১ পয়েন্ট
১০. লাতভিয়া – ১৭০ পয়েন্ট
১১. লিচেনস্টেইন, মালয়েশিয়া – ১৬৯ পয়েন্ট
১২. স্লোভাকিয়া, স্লোভেনিয়া – ১৬৭ পয়েন্ট
১৩. পোল্যান্ড, লিথুনিয়া – ১৬৬ পয়েন্ট
১৪. মোনাকো, এস্তোনিয়া – ১৬৫ পয়েন্ট
১৫. সাইপ্রাস - ১৬৩ পয়েন্ট

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।