ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

পূর্ণিমা তিথিতে ‘সাধুসঙ্গ’  শিল্পকলায়

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
পূর্ণিমা তিথিতে ‘সাধুসঙ্গ’  শিল্পকলায় শিল্পকলা একাডেমির সাধুসঙ্গে সঙ্গীত পরিবেশন করছেন বাউল ফকিররা। ছবি: বাংলানিউজ

ঢাকা: লালনের দর্শন, মানবিক উপলব্ধি এবং সঙ্গীত সাধনা আমাদের জন্য অনন্য আশির্বাদ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। 

শুক্রবার (২ মার্চ) সন্ধ্যায় একাডেমির শিল্পপ্রাঙ্গণে পূর্ণিমা তিথিতে ‘সাধুসঙ্গ’ অনুষ্ঠানে স্বাগত বক্তবে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, ফকির লালন শাহ বেঁচে থাকা অবস্থায় ভক্তদের নিয়ে দোল পূর্ণিমা তিথিতে সাধুসঙ্গের ডাক দিতেন।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ’র স্মরণে কুষ্টিয়া ও ঢাকায় বিভিন্ন সময়ে মেলা ও সঙ্গীত আয়োজন করে আসছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি তৃতীয়বারের মতো আয়োজন করেছে এ সাধুসঙ্গের। সন্ধ্যায় আয়োজনের শুরুতেই পরিবেশিত হয় প্রার্থনা সঙ্গীত।

অনুষ্ঠানে বাউল সঙ্গীত পরিবেশন করেন কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পী আনু ফকির, শাহাদাৎ ফকির, আব্দুল কুদ্দুস, বিধান শাহ্, আকলিমা ফকিরানী ও শিল্পী গোলাপী। এসময় তারা-মন চোরা পরে ধরা, ধন্য ধন্য বলি তারে ও মিলন হবে কতো দিনে’সহ বিভিন্ন লালনগীতি পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা; মার্চ ০২, ২০১৮
এইচএমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।