ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

চীনে মিলল ১১ সেন্টিমিটারের দানব মশা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
চীনে মিলল ১১ সেন্টিমিটারের দানব মশা হলোরাসিয়া মিকাডো

ঢাকা: ছোট ছোট মশার কামড়েই জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আর চীনা পতঙ্গবিজ্ঞানীরা সম্প্রতি খুঁজে পেয়েছেন একটি দানব আকৃতির মশা। যার প্রসারিত পাখার দৈর্ঘ্য প্রায় পাখার সাড়ে ১১ সেন্টিমিটার। 

বিজ্ঞানীরা বলছেন, এটিই বিশ্বের সবচেয়ে বড় মশার প্রজাতি। নাম- হলোরাসিয়া মিকাডো (Holorusia Mikado)।

২০১৭ সালের আগস্টে সিচুয়ান প্রদেশের মাউন্ট কুইংচেং নামে একটি স্থান থেকে এ মশাটিকে ধরা হয়।  

জানা যায়, দানবাকৃতির এ মশার প্রজাতিটির প্রথম দেখা মেলে ১৮৭৬ সালে জাপানে। ব্রিটিশ পতঙ্গবিজ্ঞানী জন ওয়েস্টউড এর নামকরণ করেন। এ প্রজাতির মশার প্রসারিত পাখার দৈর্ঘ্য সাধারণত হয় আট সেন্টিমিটার।

হলোরাসিয়া মিকাডোচীনের পশ্চিমাঞ্চলে এ মশাটিকে ডাকা হয় ‘সারস মশা’। বেঢপ আকৃতির কারণে এরা তেমন উড়তে পারে না। অনেকটা লাফানোর ভঙ্গিতে এরা চলাচল করে। এদের খুঁজে পাওয়া খুবই কষ্টকর। অনেক ঘন গাছপালা সমৃদ্ধ জঙ্গলে লুকিয়ে থাকতে পছন্দ করে।

পশ্চিম চীনের একটি পতঙ্গ জাদুঘরের তত্ত্বাবধায়ক ঝাও লি জানান, এ মশাগুলোকে খুবই ভয়ঙ্কর দেখালেও এরা রক্ত খায় না। ফুলের নেকটার এদের প্রধান খাবার। আর একটি মশার আয়ু মাত্র কয়েকদিন।

পৃথিবীতে প্রায় ১০ হাজারেরও বেশি প্রজাতির মশার বসবাস। এরমধ্যে খুববেশি হলে ১০০ প্রজাতি রক্ত খায় এবং বিভিন্ন রোগ-জীবাণুর সংক্রমণের কারণ।  

বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।