ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

সাহিত্যিক আ ন ম বজলুর রশীদের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মে ৭, ২০১৮
সাহিত্যিক আ ন ম বজলুর রশীদের জন্ম ইতিহাসের এই দিনে সাহিত্যিক আ ন ম বজলুর রশীদের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৮ মে ২০১৮, মঙ্গলবার। ২৫ বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

জন্ম
১৮২৮ - জিন হেনরি ডুনন্ট, রেড় ক্রসের প্রতিষ্ঠাতা, নোবেল লরিয়েট।
১৮৮৪ - হ্যারি এস ট্রুম্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি।
১৮৯৯ - ফ্রিড্‌রিখ হায়েক, একজন অস্ট্রিয়ান অর্থনীতিবিদ।
১৯১১ - আ ন ম বজলুর রশীদ, বাংলাদেশি সাহিত্যিক ও শিক্ষাবিদ। ১৯১১ সালের ৮ মে ফরিদপুর শহরে তার জন্ম। নাটকে অবদানের জন্য তিনি ১৯৭৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ১৯৮৬ সালের ৮ ডিসেম্বর ঢাকায় তার মৃত্যু হয়।
১৯২৪ - কলিম শরাফী, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
১৯৬০ - ফ্রাংকো বারেসি, ইতালিয়ান ফুটবল খেলোয়াড়।

মৃত্যু
১৯৮৮ - রবার্ট এ হাইনলাইন, মার্কিন সাইন্স ফিকশন লেখক।
১৯৯৩ - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, মে ০৮, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।