ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

রহস্য ঔপন্যাসিক নীহাররঞ্জন গুপ্তের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ৫, ২০১৮
রহস্য ঔপন্যাসিক নীহাররঞ্জন গুপ্তের জন্ম রহস্য ঔপন্যাসিক নীহাররঞ্জন গুপ্তের জন্ম।

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৬ জুন ২০১৮, বুধবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১৮০১ - স্পেন ও পর্তুগালের মধ্যে বাদাহস চুক্তি স্বাক্ষর।

১৮০৮ - নেপোলিয়নের ভাই জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হন।

১৮০৯ - সুইডেনের সংবিধান প্রণয়ন করা হয়।

১৯১৯ - সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ফিনল্যান্ডের যুদ্ধ ঘোষণা।

১৯৬৪ - ব্রিটেনের কাছ থেকে মালাবির স্বাধীনতা লাভ। কামুজাবান্দার প্রধানমন্ত্রী নিযুক্ত।

১৯৭২ - রোডেশিয়ায় কয়লাখনি বিস্ফোরণে ৪৩১ জন নিহত।

১৯৮৩ - কলকাতা দূরদর্শন থেকে রঙিন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।

১৯৯৩ - সাইবেরিয়ায় ৪৬০ শরণার্থীর গণহত্যা, যাদের অধিকাংশই নারী ও শিশু।

জন্ম

১৭৯৯ - আলেকসান্দ্রর পুশকিন, রাশিয়ার মহাকবি ও লেখক। অনেকেই তাকে রাশিয়ার সর্বশ্রেষ্ঠ কবি এবং আধুনিক রাশিয়ান সাহিত্যের জনক হিসেবে আখ্যায়িত।

১৯০১ - ড. আহমদ সুকর্নো, আধুনিক ইন্দোনেশিয়ার স্থপতি।

১৯১১ - নীহাররঞ্জন গুপ্ত, ভারতীয় বাঙালি লেখক। ১৯১১ সালের ৬ জুন তৎকালীন যশোরের লোহাগড়া উপজেলার ইটনায় জন্ম। বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরীটি রায়ের স্রষ্টা হিসেবে উপমহাদেশে স্মরণীয় হয়ে আছেন তিনি। তিনি বাংলা সাহিত্যে রহস্য কাহিনী রচনার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী লেখক ছিলেন। উল্লেখযোগ্য গ্রন্থ- কালোভ্রমর, মৃত্যুবাণ, কালনাগ, উল্কা, হাসপাতাল প্রভৃতি। ১৯৮৬ সালের ২০ ফেব্রুয়ারি প্রয়াণ।

মৃত্যু

১৭৫৫ - লুই সেন সিমুন, ফরাসি লেখক।

১৮৩২ - জেরেমি বেনথাম, ব্রিটিশ দার্শনিক।

১৮৬৭ - শম্ভুনাথ পণ্ডিত, কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি।

১৯১৯ - রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, বাংলা ভাষার স্বনামধন্য বিজ্ঞান লেখক।

১৯৭২ - হুমায়ুন কবির, বাংলা ভাষার প্রগতিশীল কবি।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ০৬, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।