ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

প্রফুল্ল চন্দ্র রায়ের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
প্রফুল্ল চন্দ্র রায়ের প্রয়াণ প্রফুল্ল চন্দ্র রায়ের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৬ জুন ২০১৮, শনিবার ২ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৭৯ - দুর্নীতির অভিযোগে ঘানার সাবেক সামরিক শাসক জেনারেল অচিয়ামের মৃত্যুদণ্ড।
১৭৭৯ - স্পেন ফ্রান্সের সঙ্গে মিলিত হয়ে যুক্তরাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮৯৪ - ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়।
১৯০৩ - ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯০৩ - জার্মানির সাধারণ নির্বাচনে সমাজতান্ত্রিক পার্টি জয় লাভ করে।
১৯২০ - লন্ডনে লিগ অব নেশন কাউন্সিলের প্রথম জনসভা।
১৯৬৩ - রাশিয়া থেকে বিশ্বের প্রথম নারী নভোচারি ভ্যালেন্টিনা টেরেসকোভা মহাকাশ পাড়ি দেওয়ার উদ্দেশে যাত্রা করেন।

জন্ম
১৭৩৩ - জোসেফ প্রিস্টলি, ব্রিটিশ রসায়নবিদ ও পদার্থ বিজ্ঞানী।
১৯০২ - বারবারা ম্যাকলিন্টক, নোবেল বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী।
১৯১৫ - জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ।
১৯২০ - হেমন্ত মুখোপাধ্যায়, সঙ্গীতশিল্পী ও সুরকার। জন্ম ১৯২০ সালের ১৬ জুন। তিনি হিন্দি সঙ্গীতজগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ। আয় খুকু আয়,আয় খুকু আয়, এই রাত তোমার আমার, ঐ চাঁদ তোমার আমার, আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা প্রভৃতি তার উল্লেখযোগ্য গান। ১৯৮৯ সালের ২৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
১৯৫০ - মিঠুন চক্রবর্তী, চলচ্চিত্র অভিনেতা।

মৃত্যু
১৮৯৩ - ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অবিভক্ত বাংলায় ইংরেজি শিক্ষার অগ্রদূত, বহু ভাষাবিদ।
১৯২৫ - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, বাঙালি আইনজীবি এবং খ্যাতনামা রাজনীতিবিদ।
১৯৪৪ - প্রফুল্ল চন্দ্র রায়, প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক ও কবি। ১৮৬১ সালের ২ আগস্ট জন্ম। তিনি বেঙ্গল কেমিকালের প্রতিষ্ঠাতা এবং মার্কিউরাস নাইট্রাইটের আবিষ্কারক। বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসুর সহকর্মী ছিলেন। নিজের বাসভবনে দেশীয় ভেষজ নিয়ে গবেষণার মাধ্যমে তিনি তার গবেষণাকর্ম শুরু। ১৮৯৫ সালে তিনি মারকিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে।
১৯৫৩ - মার্গারেট বন্ডফিল্ড, যুক্তরাজ্যের প্রথম নারী কেবিনেট মন্ত্রী।
২০১৩ - খোন্দকার আশরাফ হোসেন, বাংলাদেশি কবি এবং সাহিত্য সমালোচক।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।