ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহসের এই দিনে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু ও শেষ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু ও শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের খণ্ড চিত্র

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১ সেপ্টেম্বর, ২০১৮, শনিবার। ১৭ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ।

একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
•    ১৯৩৯ - পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে পোল্যান্ড।
•    ১৯৬৯ - বাদশাহ ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করে লিবিয়ায় ক্ষমতায় বসেন কর্নেল মোয়াম্মার গাদ্দাফি।
•    ১৯৯১ - সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে উজবেকিস্তান।
•    ১৯৪৫- দ্বিতীয় বিশ্বযুদ্ধে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে অক্ষশক্তির সবশেষ যুদ্ধরত জাপানিজ বাহিনী। এর মধ্য দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর শুরু হওয়া এই যুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ ও বিপর্যয়কর সংঘাতের নাম। অ্যাডলফ হিটলারের নেতৃত্বাধীন জার্মানির নাৎসি বাহিনীর আক্রমণে ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা মহাদেশব্যাপী ছড়িয়ে পড়ে এ যুদ্ধ। এতে ৭ কোটির বেশি মানুষ ও সেনাসদস্যের প্রাণহানি ঘটে। ১৯৪৫ সালের ১৪ আগস্ট রণাঙ্গনের লড়াই শেষ হলেও আনুষ্ঠানিকতা হয় ১ সেপ্টেম্বরেই (যা যুক্তরাষ্ট্র সময় ২ সেপ্টেম্বর)।

জন্ম
•    ১৮৫৬- সার্গেই উইনোগার্ডস্কি, রুশ অণুজীব বিজ্ঞানী।
•    ১৯৩৫ - মুস্তাফা মনোয়ার, বাংলাদেশি চিত্রশিল্পী।
•    ১৯৬২ - কফিল আহমেদ, বাংলাদেশি কবি, গায়ক এবং চিত্রশিল্পী।
•    ১৯৭১ - হাকান শুকুর, তুর্কি ফুটবলার।

মৃত্যু
•    ১১৫৯ - পোপ চতুর্থ অ্যাড্রেইন।
•    ১৫৫৭ - জ্যাকস কার্টিয়ার, ফরাসি অভিযাত্রী। তাকে কানাডার অন্যতম আবিষ্কারক বলা হয়।
•    ১৬৪৮ - মারাঁ মের্সেন, ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ।
•    ১৬৮৭ - হেনরি মুর, ব্রিটিশ দার্শনিক।
•    ১৭১৫ - চতুর্দশ লুইস, ফ্রান্সের রাজা।
•    ১৯৩০ - জীবন ঘোষাল, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বাঙালি শহীদ বিপ্লবী।
•    ১৯৮২ - হার্সেল কুরি, মার্কিন গনিতবিদ।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এনএইচটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।