ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কবি অ্যালেন গিন্সবার্গের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, জুন ৩, ২০১৯
কবি অ্যালেন গিন্সবার্গের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

০৩ জুন, ২০১৯, সোমবার। ২০ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৮৯- ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে।
১৯৪০- জার্মান বিমানবাহিনী ফ্রান্সের রাজধানী প্যারিসের ওপর বোমা বর্ষণ শুরু করে।
১৯৪৬- ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক নেতারা ব্রিটিশ সরকারের প্রস্তাবিত ভারত বিভাজন মেনে নেন।
১৯৮৪- ভারত সরকার শিখদের পবিত্র হরমন্দির সাহিব দখলের জন্য অপারেশন ব্লু -স্টার শুরু করে। এটি ৮ জুন পর্যন্ত পরিচালিত হয়।
১৯৭১- জাতিসংঘের মহাসচিব বলেন, বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার মানব ইতিহাসের সর্বাধিক বিষাদময় ঘটনা।

জন্ম
১৯২৬- মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে তার লেখা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতার জন্য তিনি আমাদের কাছে বিশেষভাবে পরিচিত। তিনি সামরিকতন্ত্র, অর্থনৈতিক বস্তুবাদ এবং যৌন নিপীড়ন বিষয়ের জোরালোভাবে বিরোধিতা করেন। শুরুতে গিন্সবার্গ তার ‘হাউল-১৯৫৬’ মহাকাব্যের জন্য সর্বাধিক পরিচিত হন; যেখানে তিনি যুক্তরাষ্ট্রের পুঁজিবাদের ধ্বংসাত্মক শক্তির নিন্দা করেন।

মৃত্যু
১৯০৮- ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী গোপাল সেনগুপ্ত।
১৯২৪- জার্মান ও চেক উপন্যাস এবং ছোটগল্প লেখক ফ্রানৎস কাফকা।
১৯৬৩- ধর্মগুরু ত্রয়োদশ পোপ জন।
১৯৬৯- সাহিত্যিক মুহম্মদ আবদুল হাই।
১৯৮৪- ঐতিহাসিক আবু মহামেদ।
২০১৪- প্রবীণ সাংবাদিক বেনজীর আহমেদ।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।