ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ছবিতে গ্রাম-বাংলার রূপ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
ছবিতে গ্রাম-বাংলার রূপ ছবিতে গ্রাম-বাংলার রূপ

খুলনা: গ্রামের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে। বিশেষ করে যারা শহরে থাকেন তাদের অনেকেরই মন কিন্তু পড়ে থাকে গ্রামের মেঠো পথে প্রান্তরে।

গ্রামের সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারও। গ্রামের মায়ামাখা দৃশ্যগুলো চিত্তে অনেক শান্তি দেয়।

​ ইট-পাথরের শহরের খুপড়ি ঘরে সবই কৃত্রিম। অথচ ছায়ায় ঘেরা মায়ায় ভরা গ্রাম, আঁকা-বাঁকা বয়ে চলা নদী-খাল, সবুজ শ্যামল মাঠ সবকিছুই প্রাকৃতিক। গ্রামের মেঠো পথে রাজহাঁসের ছুটে চলা। মেঠো পথ দিয়ে গেলে চোখ আটকে যাবে ঝাঁক ঝাঁক রাজহাঁস কিংবা পাতিহাঁসের দলে। হাঁসের প্যাঁক প্যাঁক শব্দে মন ভরে যাবে পথচারীদের।  গ্রামের বসতবাড়িতে অনেকেই মুরগির বাচ্চা পালন করছেন। মুরগির বাচ্চা। পুরনো পদ্ধতিতে মুরগির বাচ্চা পালনে পরিবর্তন এনেছেন কেউ কেউ। কোথাও আবার কাঠের পোল ও খড়ের গম্বুজ। গাছে দোল খাচ্ছে জবাফুলমেঠো পথের দু’ধারে থাকা গাছের গোলপাতার ফাঁকে ফাঁকে বাতাসের দোল খাচ্ছে জবাফুল। গ্রামবাসীর ঘুম ভাঙে পাখ-পাখালি কিচিরমিচির শব্দে। শিশুদের হাস্যোজ্জ্বল মুখগ্রামের শিশুরা দলগতভাবে খেলাধুলা করে। গ্রীষ্মকালে দামাল ছেলেরা খাল-বিলে ভীষণ বেপরোয়া হয়ে খেলা করে। গ্রামের শ্রমিকরাগ্রামের শ্রমিকরা বড়ই সহজ-সরল প্রকৃতির। মনটা তাদের বড়ই উদার নেইকো তাতে গড়ল। দোকানে বসে জাল বুনছেন আর গল্পে করছেন দুই ব্যক্তিগুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে প্রবীণ পুরুষরা গল্পের ছলে মাছ শিকারের জাল বুনেন আর নারীরা কাঁথা সেলাই ও সাংসারিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। মাঠজুড়ে ধানক্ষেতগ্রামের মাঠজুড়ে সবুজ ফসলের মাঠ। দখিনা বাতাস দোলা দেয় সে ফসলকে। আঁকাবাঁকা নদীর দু’তীরে অবারিত সবুজ মাঠ। মাঝে মাঝে গ্রাম আবার মাঠ। গ্রামগুলো মাঠের সঙ্গে মিশে অনেক জায়গায় এক হয়ে গেছে। গ্রামের মেঠো পথ। গ্রামের সারি সারি গাছপালা, আঁকা-বাঁকা মেঠোপথ, ফসলের ক্ষেত, বসতবাড়িতে শান বাঁধানো পুকুর ঘাট।  সবকিছুই দেখলে মনে হবে এ যেন শিল্পীর রংতুলি দিয়ে আঁকা কোনো ছবি। শান বাঁধানো পুকুর ঘাট প্রকৃতির চিরচেনা সুন্দর ও সচ্ছল গ্রামের রূপ-বৈচিত্র্য অটুট থাকুক যুগ যুগ। আবহমান গ্রাম-বাংলার রূপ বৈচিত্র্য যেন বিলুপ্ত না হয়।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।