সম্প্রতি জোয়ারের পানিতে ৫৩ বছর পর শহরের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ১৯৬৬ সালের পর নতুন এ বন্যায় পানির উচ্চতা বেড়েছে ১ দশমিক ৮৭ মিটার (৬ ফুট)।
ভেনিসের মেয়র লুইজি ব্রুগনারো টুইটার বার্তায় বলেন, ভেনিস হাঁটুর নিচে তলিয়ে গেছে। সম্পূর্ণ শহর ও দ্বীপগুলোর মতো সেন্ট ব্যাসিলিকার গির্জাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
পানি বেড়ে যাওয়ার কারণে শহরের বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ আশ্রয়ের খোঁজে যেতে দেখা যায়।
ভেনিসের মেয়র টুইট বার্তায় বলেন, সরকারের কাছে আমরা সাহায্যের আবেদন করছি। এর (বন্যার ক্ষতি) মূল্য উচ্চমাত্রার। এটি জলবায়ুর পরিবর্তনের ফল।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এইচএডি/