ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ছবিতে বিলে মাছ ধরার উৎসব

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
ছবিতে বিলে মাছ ধরার উৎসব বিলে মৎস্যপ্রেমীদের ভিড়। ছবি: টিপু সুলতান

পাবনা: প্রতিবারের শীত মৌসুমে পাবনার চলনবিল অধ্যুষিত এলাকা ভাঙ্গুড়া উপজেলার দিয়াড়পাড়ার পাটুলিপাড়া এলাকায় বগাবিলের পানি কমতে থাকে। প্রতিবছরের মতো এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলায় শুরু হয়েছে বাউত উৎসব। স্থানীয় লোকজন এটিকে পলো উৎসব নামেও চেনেন থাকেন। পরে নির্ধারিত দিনে দলবদ্ধভাবে মৎস্যপ্রেমীরা হাজির হতে থাকেন ওই বিলের পাড়ে। এরপর একযোগে শুরু হয় তাদের পলো দিয়ে মাছ ধরার পালা। শত শত মানুষের ভিড়ে কেউ কেউ বড় বড় মাছ ধরে খুশি মনে বাড়ি ফিরেন। আবার কেউ শূন্য খালই নিয়ে ফিরেন। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওই বিল থেকে মাছ ধরার উৎসবের ছবিগুলো তুলেছেন বাংলানিউজের ঈশ্বরদী করেসপন্ডেন্ট টিপু সুলতান। .বিলে মাছ ধরতে যাচ্ছে দুই কিশোর।

.. পলো কাঁধে নিয়ে দলবেঁধে বিলে মাছ ধরতে যাচ্ছেন গ্রামের দামাল ছেলেরা। .বগাবিলে মাছ ধরতে পলো দিয়ে পানিতে একের পর এক চাপ দেওয়ায় ব্যস্ত নানা বয়সী লোকজন। .বড় মাছ ধরতে পলো চেপে যাচ্ছেন মৎস্যপ্রেমীরা। .পলোতে মাছ ধরা পড়ায় তা সংরক্ষণের জন্য হাত উঁচিয়ে ইশারা দিচ্ছেন একজন মধ্যবয়স্ক মৎস্যপ্রেমী। .বড় তারা শোল মাছ ধরা পড়েছে এক ব্যক্তির পলোতে। .. মাছ নিয়ে বাড়ি ফিরেছেন এক ব্যক্তি।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।