শনিবার কুয়াশাচ্ছন্ন ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তুলেছেন বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদ।
.
কুয়াশাঘেরা রাজধানী।ঘন কুয়াশাচ্ছন্ন রেলস্টেশন এলাকা।
ঘন কুয়াশাচ্ছন্ন রেলস্টেশন এলাকা।
ঘুম থেকে উঠেই জীবনের তাগিদে কর্মস্থলে ছুটছেন অফিসগামীরা।
কুয়াশা আর ঠাণ্ডার মধ্যে ঘুম থেকে উঠেই জীবনের তাগিদে কর্মস্থলে ছুটছেন অফিসগামীরা।
সকালে কুয়াশার মধ্যে রাস্তায় যানবাহন ও মানুষের সংখ্যা ছিল হাতে গোনা।
সকালে কুয়াশার মধ্যে রাস্তায় যানবাহন ও মানুষের সংখ্যা ছিলো হাতে গোনা।
..
কুয়াশাচ্ছন্ন সকালে গরম পোশাক শরীরের জড়িয়ে স্বাস্থ্য সচেতনরা বেরিয়ে পড়েছেন শরীরচর্চায়।
..
শীতের তীব্রতা থেকে রেহাই পেতে আগুন পোহাচ্ছেন শীতার্তরা।
..
জীবনের তাগিদে ঠাণ্ডার মধ্যে ক্ষেত থেকে লাল ও পালংশাক তুলে নদীতে পরিষ্কার করছেন দুই কৃষক।
..
শাকের আঁটি ধোয়ার পর ডাঙায় তুলেছেন আরেক কৃষক।
..
বেশি দামের আশায় শীতের সকালে বাজারে বিক্রির জন্য মাথায় করে শাকের বোঝা নিচ্ছেন একজন বিক্রেতা।
..
শীতে জবুথবু হয়ে পড়েছেন ছিন্নমূল মানুষেরা। ঠাণ্ডার মধ্যে নদীতে মাছ শিকারের এসে নৌকার মধ্যে চাদর পেঁচিয়ে জবুথবু কয়েকজন জেলেরা।
..
ঠাণ্ডা তাড়াতে ফুটপাতের দোকানে শীতবস্ত্র কিনছেন নিম্নআয়ের মানুষ।বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এএটি