ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কবি দ্বিজেন্দ্রলাল রায়ের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, মে ১৭, ২০২০
কবি দ্বিজেন্দ্রলাল রায়ের প্রয়াণ

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এইদিন’।

১৭ মে ২০২০, রোববার। ০৩ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১৫৪০- শেরশাহ কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন।

১৭৭৫- ব্রিটিশ ও মারাঠা বাহিনীর মধ্যে আরারের যুদ্ধ সংঘটিত হয়।

১৯২০- বিশ্বে প্রথম যাত্রীবাহী প্লেন চলাচল শুরু হয়।

১৯৮১- শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন।

১৯৯৯- বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়।

জন্ম

১৮৭৩- ফরাসি লেখক ও চিন্তাবিদ অঁরি বারব্যুস।

১৮৯৭- নরওয়ের নোবেলজয়ী ভৌতরসায়নবিদ ওড হাজেল।

১৮৯৭- বিশিষ্ট ভারতীয় গায়িকা সাহানা দেবী।

১৯০০- ইরানের ধর্মগুরু আয়াতুল্লা রুহেল্লা খোমিনী।

মৃত্যু

১৭২৭- রুশ সম্রাজ্ঞী প্রথম ক্যাথারিন।

১৯১৩- বাঙালি কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়।

১৮৬৩ সালের ১৯ জুলাই তার জন্ম। তিনি প্রায় ৫০০ গান রচনা করেছেন। এ গানগুলো ‘দ্বিজেন্দ্রগীতি’ নামে পরিচিত। তার বিখ্যাত গান ‘ধনধান্যে পুষ্পে ভরা’, ‘বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ’ ইত্যাদি আজও সমান জনপ্রিয়। তার রচিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে ‘আর্যগাথা’ (১ম ও ২য় ভাগ) ও ‘মন্দ্র’বিখ্যাত। ১৯১৩ সালের ১৭ মে কলকাতায় দ্বিজেন্দ্রলালের জীবনাবসান ঘটে।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, মে ১৭, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।