ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফিচার

বাউল-কীর্তন শিল্পীদের পাশে ঘাতক দালাল নির্মূল কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, মে ২৩, ২০২০
বাউল-কীর্তন শিল্পীদের পাশে ঘাতক দালাল নির্মূল কমিটি

ঢাকা: উত্তরবঙ্গের ৪টি স্থানে শতাধিক প্রান্তিক আদিবাসী সাঁওতাল ও বাউল-কীর্তন শিল্পী পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ঠাকুরগাঁও জেলা শাখা৷

শুক্রবার আজ (২২ মে) সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

এতে জানানো হয়, গত ৫০ দিনের এই ত্রাণ কার্যক্রমের ধারাবাহিকতায় শুক্রবার ঘাতক দালাল নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলা শাখা উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সদর, গোবিন্দনগর, চন্ডীপুর ও ফাড়াবাড়ির শতাধিক আদিবাসী সাঁওতাল এবং বাউল ও কীর্তন শিল্পীদের ভেতর ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

ত্রাণ কার্যক্রমে নির্মূল কমিটির ঠাকুরগাঁও জেলার আহ্বায়ক মো. অব্দুল মান্নান ও সদস্য সচিব সুচরিতা দেবের নেতৃত্বে এক দল তরুণকর্মী অংশ নেন৷

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপহার হিসেবে প্রতি পরিবারের জন্য প্রদত্ত এই ত্রাণসামগ্রীর ভেতর রয়েছে⎯ ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৪ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি আটা, ১ প্যাকেট বিস্কুট ও ১টি সাবান।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, মে ২২, ২০২০
ডিএন/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।