ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ব্রিটিশবিরোধী বিপ্লবী তিতুমীরের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
ব্রিটিশবিরোধী বিপ্লবী তিতুমীরের জন্ম বিপ্লবী তিতুমীর

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বুধবার, ২৭ জানুয়ারি ২০২১, ১৩ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ, ১৩ জমাদিউস সানি ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৮২২: আনুষ্ঠানিকভাবে গ্রিসের স্বাধীনতা ঘোষণা।
১৮৮০: টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন।
১৯২৬: জন লোগি বেয়ার্ড সর্বপ্রথম জনসমক্ষে টেলিভিশন প্রদর্শন করেন।
১৯৪৪: সোভিয়েত রাশিয়ার সৈন্যরা স্থায়ীভাবে লেনিনগ্রাদ অবরোধ ভঙ্গ করতে সক্ষম হয়।
১৯৭৩: প্যারিসে যুক্তরাষ্ট্র এবং উত্তর ভিয়েতনামের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
২০০২: নাইজেরিয়ার লেগোস শহরে সামরিক স্থাপনায় বিস্ফোরণে এক হাজার একশ’ জন নিহত এবং প্রায় ২০ হাজার মানুষ গৃহহারা হন।
২০০৪: বাংলা উইকিপিডিয়ার যাত্রা শুরু

জন্ম
১৭৫৬: ভোলফগাং আমাদেউস মোৎসার্ট, অস্ট্রীয় সুরকার
১৭৮২: তিতুমীর, ব্রিটিশবিরোধী বিপ্লবী
তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী তিতুমীর। তিনি ছিলেন ব্রিটিশবিরোধী এক বিপ্লবী। যুক্ত ছিলেন ওয়াহাবী আন্দোলনের সঙ্গে। তিনি শুধু ব্রিটিশ শাসকদের বিরুদ্ধেই লড়াই করেননি, বাংলার জমিদারদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেছিলেন, প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার বাঁশের কেল্লা থেকে। ব্রিটিশ সেনাদের সঙ্গে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তার মৃত্যু হয়। তিনিই সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করে মারা যান।
তার জন্ম পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বসিরহাটের চাঁদপুর গ্রামে। বাবার নাম মীর হাসান আলী এবং মার নাম আবিদা রোকেয়া খাতুন। তিতুমীরের প্রাথমিক শিক্ষা হয় তার গ্রামের বিদ্যালয়ে। পরবর্তীকালে তিনি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করেন। ১৮ বছর বয়সে তিনি কোরানে হাফেজ হন এবং হাদিস বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন। একই সঙ্গে তিনি বাংলা, আরবি ও ফার্সি ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন।
১৮৮৬: রাধাবিনোদ পাল প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাপান-বন্ধু ভারতীয় নামে সুপরিচিত
১৮৯৭: প্রখ্যাত শিশুসাহিত্যিক কৃষ্ণদয়াল বসু
১৯০৫: আবুল হাশিম, ভারত উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ
১৯৩২: ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ খ্যাত লুইস ক্যারল, হাস্যরস শিল্পী ও শিশুসাহিত্যিক
১৯৩৪: এদিত ক্রসঁ, ফ্রান্সের ফরাসী প্রধানমন্ত্রী
১৯৪৩: রাম রে নামে সুপরিচিত ভারতের বিজ্ঞাপন জগতের এক কিংবদন্তি
১৯৬৪: ব্রিজেট ফন্ডা, মার্কিন অভিনেত্রী ও গায়িকা
১৯৬৯: বিক্রম ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার
১৯৭৯: রোজামান্ড পাইক, ইংরেজ অভিনেত্রী

মৃত্যু
১৮১৪: ইয়োহান গটলিব ফিকটে, ছিলেন একজন জার্মান দার্শনিক
১৮৬০: ইয়ানোস বলিয়ই, হাঙ্গেরীয় গণিতবিদ
১৯০১: জুসেপ্পে ভের্দি, ইতালীয় সুরকার
১৯১৭: নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী, নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক
১৯৭৮: পশুপতি ভট্টাচার্য, খ্যাতনামা চিকিৎসক ও সাংবাদিক
২০০৭: সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।