ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

কথাসাহিত্যিক বিমল মিত্রের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
কথাসাহিত্যিক বিমল মিত্রের জন্ম বিমল মিত্র

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১, ০৪ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ, ০৪ শাবান ১৪৪২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৮৬: কলকাতায় ব্যবসায়ীদের উদ্যোগে জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া স্থাপিত হয়।
১৮০০: শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই ‘সমাচার’ প্রকাশিত হয়।
১৯৬৫: সোভিয়েত নভোচারী আলেক্সি লিওনভ মহাশূন্যে মানুষের পদচারণার প্রথম ইতিহাস সৃষ্টি করেন।
১৯৯৪: বসনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে ওয়াশিংটনে বসনিয়া-মুসলিম-ক্রোট ফেডারেশন চুক্তি স্বাক্ষরিত হয়।
২০২০: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগীর মৃত্যু ঘটে।

জন্ম
১৮২৮: নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ উইলিয়াম র‍্যান্ডাল ক্রেমার
১৮৩৭: গ্রোভার ক্লিভল্যান্ড, যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম প্রেসিডেন্ট
১৮৫৮: ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক রুডলফ ডিজেল
১৯০১: শৈলজানন্দ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক
১৯০৩: ইতালীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও পররাষ্ট্রমন্ত্রী গালেয়াযো কিয়ান
১৯১০: শিশু সাহিত্যিক বিমল ঘোষ
১৯১২: বিমল মিত্র, প্রখ্যাত বাঙালি কথাসাহিত্যিক

বিমল মিত্র ১৯১২ সালের ১৮ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ও হিন্দি উভয় ভাষায় সাহিত্য রচনা করেছেন। তার প্রথম উপন্যাস ‘চাই’। তার অন্যতম উপন্যাস ‘সাহেব বিবি গোলাম’। তার অন্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘কড়ি দিয়ে কিনলাম’, ‘একক দশক শতক’, ‘চলো কলকাতা’ ‘পতি পরম গুরু’ ইত্যাদি। প্রায় পাঁচশ গল্প ও শতাধিক উপন্যাসের লেখক বিমল মিত্র তার ‘কড়ি দিয়ে কিনলাম’ গ্রন্থের জন্য ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। এছাড়াও বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। তার লেখা গল্প-উপন্যাস বেশ কয়েকটি ভাষায় অনুবাদিত হয়েছে।

বাংলা চলচ্চিত্র, মঞ্চ-নাটক ও যাত্রায় সফলভাবে রূপায়িত হয়েছে তার একাধিক উপন্যাস। শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে তিনি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।

১৯৯১ সালের ২ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বিমল মিত্র।

১৯২৬: হিমানীশ গোস্বামী, সাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী
১৯৩৬: নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও রাজনীতিবিদ ফ্রেদেরিক উইলেম ডি ক্লার্ক
১৯৩৮: ভারতীয় অভিনেতা ও প্রযোজক শশী কাপুর
১৯৯৬: ম্যাডেলিন ক্যারল, বিখ্যাত আমেরিকান অভিনেত্রী

মৃত্যু
১৭৪৫: রবার্ট ওয়ালপলে, ইংরেজ পণ্ডিত, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী
১৮৭১: অগাস্টাস ডি মর্গান, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ গণিতবিদ
১৯০৭: মারকেলিন বেরথেলট, ফরাসি রসায়নবিদ, রাজনীতিবিদ ও পররাষ্ট্রমন্ত্রী
১৯৭৪: বুদ্ধদেব বসু, বিশ শতকের বাঙালি কবি
১৯৭৯: আবুল মনসুর আহমেদ, বাংলাদেশি সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ
১৯৯৬: অডসেয়াস এলয়টিস, নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি
২০০৭: বব উলমার, সাবেক ইংরেজ ক্রিকেটার ও কোচ
২০০৮: অ্যান্টনি মিনজেলা, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও চিত্রনাট্যকার

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।