ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ফিচার

ছুটির দিনে ফাঁকা রাজধানীর সড়ক

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, মার্চ ১৯, ২০২২
ছুটির দিনে ফাঁকা রাজধানীর সড়ক জনশূন্য শাপলা চত্বর। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: পবিত্র শবে বরাতের ছুটির কারণে পাল্টে গেছে রাজধানীর প্রধান প্রধান সড়কের চিত্র। শনিবার (১৯ মার্চ) সকালে রিকশা ও ব্যক্তিগত গাড়ি একেবারেই কম চোখে পড়েছে এবং পাড়া-মহল্লার দোকানগুলোতেও মানুষের জটলা দেখা যায়নি।

রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্তান, মতিঝিল, শাহবাগ, ফার্মগেট, মহাখালী, চোরা, বনানীসহ বিভিন্ন প্রধান প্রাধন সড়কগুলো ঘুরে দেখা গেছে, সড়কে অল্প সংখ্যক প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল করছে। রাজধানীর বিভিন্ন অলিগলির সড়কগুলোতে রিকশা ও ভ্যান চলতে দেখা গেলেও দোকানগুলোর সামনে মানুষের উপস্থিতি কম ছিল। এছাড়া সড়কগুলোর মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। অবশ্য যানবাহন এবং মানুষের চলাচল কম থাকায় তাদের ব্যস্ততা অন্যদিনের তুলনায় অনেক কম ছিল।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।