ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ব্রাজিলকে ভয় পায় না দক্ষিণ কোরিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
ব্রাজিলকে ভয় পায় না দক্ষিণ কোরিয়া

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় রাত ১টা স্টেডিয়াম ৯৭৪’এ অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭ ম্যাচে। যেখানে আধিপত্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সাত ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে তারা। দক্ষিণ কোরিয়ার জয় এক ম্যাচে। তবে এই ম্যাচের আগে ব্রাজিলকে ভয় পান না বলে জানিয়ে দিলেন দক্ষিণ কোরিয়ার কোচ পওলো বেন্তো।

বিশ্বকাপের আসরে ব্রাজিলকে কোনও ছাড় দিতে চান না দক্ষিণ কোরিয়ার পর্তুগিজ কোচ। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে পাওলো বেন্তো বলেন, ‘যদি আমরা কোনো টুর্নামেন্টে ব্রাজিলকে খেলতে দেখি, তাহলে বলব তারাই চ্যাম্পিয়ন হবে। কিন্তু এক ম্যাচকে তো টুর্নামেন্ট বলা যাবে না। আমাদের সামনে একটি সুযোগ। সেটাকে শ্রদ্ধা রেখেই খেলতে হবে। ’

‘বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে আমরা ভয় পাই না। আমাদের দলেও বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের সুযোগ আছে... সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা দেখাতে চাই যে, আমরা জিততে চাই, প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং শেষ বাঁশির আগ পর্যন্ত লড়াই করতে চাই। ’ যোগ করেন তিনি।

এই বিশ্বকাপকে নিজেদের ছাপ রাখার বড় সুযোগ হিসেবে দেখছে কোরিয়া। দলটির ডিফেন্ডার কিম জিন-সু বলেছেন, প্রতিটি সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন তারা। তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচ, প্রতিটি মিনিট খুবই মূল্যবান। পুরো দলের মনোবল দারুণ, টিমওয়ার্কও দুর্দান্ত। জয়ের জন্য আমরা সবাই ক্ষুধার্ত। ’ 

২০১০ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে খেলবে তারা, সব মিলিয়ে তৃতীয়বার। ব্রাজিলের বিপক্ষে সতীর্থদের নিজেদের উজাড় করে দিতে বললেন কিম জিন-সু। তিনি বলেন, ‘অবশ্যই খুব চ্যালেঞ্জিং ম্যাচ হবে এটি। আমরা সবাইকে দেখাতে চাই যে, আমরা কী পারি এবং কিসের জন্য আমরা ১২ বছর ধরে অপেক্ষা করছিলাম। আমাদের লড়াইয়ের মনোভাব গুরুত্বপূর্ণ হবে। দলের জন্য আমাদের আত্মত্যাগ করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।