দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে বদলির সিদ্ধান্ত নিয়েছিলেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। কিন্তু সেই সিদ্ধান্তে খুশি ছিলেন না রোনালদো।
তার এমন আচরণে ক্ষিপ্ত সান্তোস। তবে এটাকে বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে যেতে চান না তিনি। শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে এই কোচ বলেন, ‘আমি ফুটেজ দেখেছি কি না? হ্যাঁ, আমি এটা পছন্দ করিনি। একদমই পছন্দ করিনি। তবে সেই ইস্যু সেখানেই শেষ। রুদ্ধদ্বারে এসব সমস্যার সমাধান হয়ে গেছে। এখানেই এ ব্যাপারে দাঁড়ি টানছি। এখন সবাই কালকের (আজ) ম্যাচ নিয়ে ভাবছে। ’
ক্যামেরায় কোচকে উদ্দেশ্য করে রোনালদোকে বলতে শোনা যায়, ‘আমাকে বদলি করতে তাড়ায় ছিলেন তিনি। ’ এর জবাবে সান্তোস বলেন, ‘জবাবটা দুই ভাগে দেওয়া যাক। ম্যাচ শেষ হওয়ার ঠিক পরে আমি সঙ্গে সঙ্গে একটা সাক্ষাৎকার দিলাম, তারপর সংবাদ সম্মেলনে। সেখানে আমি যা বলেছি, সেটাই এখন বলবো; মাঠে আমি কিছু শুনিনি। আমি অনেক দূরে ছিলাম। তাকে শুধু একজন দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়ের সঙ্গে তর্ক করতে দেখলাম, আর কিছু না। ’
গুঞ্জন আছে আগামী বছরে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিবেন রোনালদো। তবে এ ব্যাপারে কিছুই জানেন না সান্তোস, ‘এটা তার সিদ্ধান্ত; তার ব্যাপার, আমাদের নয়। বিশ্বকাপ ও দলকে সাহায্য করতে রোনালদো শতভাগ মনোযোগী। এই মুহূর্তে সেটাতেই তার মনোযোগ। আমি কিছু জানি না, বাইরের ব্যাপারে। ’
এদিকে আজ রাত ১টায় শেষ আটে যাওয়ার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল।
বাংলাদেশ সময় : ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এএইচএস