পর্তুগাল শক্তিশালী, কিন্তু এক বিন্দুও ছাড় দেয়নি মরক্কো। এমনি এমনিই তো আর কোয়ার্টার ফাইনালে পা রাখেনি তারা।
আল থুমামা স্টেডিয়ামে এদিনও ক্রিস্টিয়ানো রোনালদোকে একাদশে রাখেননি পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। রোনালদোকে ছাড়া আক্রমণে ছন্দ খুঁজে পাচ্ছিল না পর্তুগাল। মরক্কোর জমাটবাধা রক্ষণের কাছে বারবারই ধাক্কা খাচ্ছিল। ৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের ক্রস থেকে মাথা ছুঁইয়ে গোল প্রায় পেয়েই গিয়েছিলেন জোয়াও ফেলিক্স। কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে সেটা তালুবন্দী করেন মরক্কো গোলরক্ষক বুনো।
প্রথমার্ধের বাকিটা সময়ে আর বুনোকে খুব একটা বিপদে ফেলতে পারেনি পর্তুগাল। অন্যদিকে পাল্টা আক্রমণে ভালোই জবাব দিচ্ছিল মরক্কো। প্রথমার্ধ যখন গোলশূন্য রূপ নিচ্ছিল ঠিক তখনই সফলতার মুখ দেখে তারা। ৪২ মিনিটে বাঁ প্রান্ত থেকে আতিয়াত আল্লাহর ক্রস লাফিয়ে মাথা ছোঁয়ান এন-নেসেরি। সেই হেড গোলরক্ষকে টপকে আশ্রয় নেয় পর্তুগালের জালে। তাতে স্তব্ধ হয়ে পড়ে পর্তুগাল শিবির।
সমতা ফেরানোর চেষ্টায় ৪৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেস দুর্দান্ত এক শট নিলেও তা পোস্টে লেগে ফিরে আসে। পাশে পাননি ভাগ্যকে, বাকি ৪৫ মিনিট সময়ে পাবেন তো?
বাংলাদেশ সময় : ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এএইচএস