ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ফুটবল

ক্লাব বিশ্বকাপের জন্য বিশেষ ট্রান্সফার উইন্ডো ঘোষণা করল ফিফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, মে ২২, ২০২৫
ক্লাব বিশ্বকাপের জন্য বিশেষ ট্রান্সফার উইন্ডো ঘোষণা করল ফিফা ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি/সংগৃহীত ছবি

২০২৫ সালের ক্লাব বিশ্বকাপকে ঘিরে বড়সড় সিদ্ধান্ত নিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোর জন্য দুইটি বিশেষ ট্রান্সফার উইন্ডো ঘোষণা করেছে সংস্থাটি।

১ থেকে ১০ জুন: বিশেষ নিবন্ধন পর্ব

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, “ফিফার এই ঐতিহাসিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২০টি সদস্য দেশের সব ক্লাবের জন্য ১ থেকে ১০ জুন পর্যন্ত একটি ব্যতিক্রমী নিবন্ধন উইন্ডো খোলা থাকবে। এর মাধ্যমে নতুন খেলোয়াড়দের নিবন্ধন করে তারা এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে। ”

এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারী ক্লাবগুলো নতুন চুক্তিভিত্তিক খেলোয়াড়দের দ্রুত দলে টানতে পারবে এবং পূর্ণ শক্তির দল গঠন করতে পারবে।

টুর্নামেন্ট চলাকালীন দ্বিতীয় ট্রান্সফার উইন্ডো

এখানেই শেষ নয়। ফিফা আরও এক ধাপ এগিয়ে ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অতিরিক্ত এক ‘ইন-কম্পিটিশন ট্রান্সফার উইন্ডো চালু করার কথাও জানিয়েছে।

ফিফা বলেছে, “চুক্তি শেষ হতে চলা খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে ক্লাবগুলো টুর্নামেন্ট চলাকালীন সময়েও নতুন খেলোয়াড় দলে ভেড়াতে পারবে। ”

নতুন রূপে ক্লাব বিশ্বকাপ

২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ এবার নতুন ফরম্যাটে আয়োজিত হতে যাচ্ছে, যেখানে বিশ্বের ৩২টি শীর্ষ ক্লাব অংশ নেবে। এই বৃহৎ টুর্নামেন্টটি ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।

ফিফার আশা, এই বিশেষ ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে ক্লাবগুলো পূর্ণ শক্তির দল গঠন করতে পারবে এবং টুর্নামেন্টে বিশ্বের সেরা খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।