ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

রিয়ালের মাঠে নিষিদ্ধ ফিলিস্তিনি পতাকা, সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, সেপ্টেম্বর ১৭, ২০২৫
রিয়ালের মাঠে নিষিদ্ধ ফিলিস্তিনি পতাকা, সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস লিগের ম্যাচকে ঘিরে স্পেনের রাজধানী মাদ্রিদে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের সামনে ফরাসি সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ।

স্টেডিয়ামে প্রবেশের আগে নির্ধারিত জায়গা ছেড়ে অন্যত্র যেতে চাইলে পুলিশের সঙ্গে সমর্থকদের ধাক্কাধাক্কি শুরু হয়। দাঙ্গা নিয়ন্ত্রণে থাকা পুলিশ লাঠিচার্জ করে ও ঘোড়সওয়ার পুলিশ মোতায়েন করে সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।  

কয়েক হাজার ফরাসি সমর্থক ম্যাচটি উপভোগ করতে মাদ্রিদে গিয়েছিলেন। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং তারা খেলা শুরুর আগে স্টেডিয়ামে প্রবেশ করতে সক্ষম হন।

বার্নাব্যুতে নিরাপত্তা কর্মকর্তারা সমর্থকদের ফিলিস্তিনি পতাকা নিয়ে প্রবেশ করতে দেননি। নীতি অনুযায়ী, আগেই এ নিষেধাজ্ঞা জারি ছিল, যা কঠোরভাবে কার্যকর করা হয় মঙ্গলবারও। সমর্থকদের কাছ থেকে পতাকা বাজেয়াপ্ত করা হয়।

এ নিষেধাজ্ঞা এমন এক সময় কার্যকর হলো যখন স্পেনে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ সম্প্রতি আলোচনায় এসেছে। গত সপ্তাহে স্প্যানিশ সাইক্লিং প্রতিযোগিতা ভুয়েলতা চলাকালে ইসরায়েল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ছড়িয়ে পড়ে।  

বিক্ষোভকারীরা ইসরায়েল প্রিমিয়ার টেক দলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবি জানায় এবং বাধা সৃষ্টি করে প্রতিযোগিতার কয়েকটি ধাপও ব্যাহত করে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।