দুঃস্বপ্নের এক বিশ্বকাপের পর রোববার (১১ ডিসেম্বর) দেশে ফেরার বিমান ধরছে পর্তুগাল ফুটবল দল। কিন্তু সেই বিমানে থাকছেন না দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
শুধু রোনালদো নন, কাতার থাকছেন দলের আরও ৯ ফুটবলার। এমনটাই জানিয়েছে পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশন। তারা হলেন- বের্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, দিয়োগো দালোত, রুবেন নেভেস, রুই পাত্রিসিও, রাফায়েল গেরেইরো, রাফায়েল লেয়াও, জোয়াও কান্সেলো ও মাহিউস নুনেস।
বিশ্বকাপটা এক অর্থে পর্তুগালের জন্য ভুলে যাওয়ার মতোই। সময়ের সেরা প্রজন্মের ফুটবলার নিয়ে এসেও সাফল্যের দেখা পায়নি তারা। কোয়ার্টার ফাইনালে তাদের ১-০ গোলে হারিয়ে অঘটনের জন্ম দেয় মরক্কো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে পা রাখে দলটি।
তাই ৩৭ বছর বয়সেও বিশ্বজয়ের স্বপ্ন দেখা রোনালদোকে ফিরতে হয়েছে হতাশা নিয়ে। পাঁচ ম্যাচ খেলে কেবল একটি গোলই করতে পেরেছেন তিনি। নকআউট পর্বের দুই ম্যাচেই তাকে বদলি হিসেবে মাঠে নামান কোচ ফার্নান্দো সান্তোস। ২০০৮ ইউরোর পর প্রথম কোনো মেজর টুর্নামেন্টে পর্তুগালের সেরা একাদশে জায়গা হয়নি রোনালদোর। যা প্রচুর আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
দুঃস্বপ্নের বিশ্বকাপ হলেও এখানেই প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার ইতিহাস গড়েছেন রোনালদো। মরক্কোর বিপক্ষে খেলতে নেমে ছুঁয়েছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ (১৯৬) খেলার কীর্তিও। বিশ্বকাপ শেষে এখন নতুন ক্লাব খোঁজার মিশনে নামতে হবে এই ফরোয়ার্ডকে। কেননা বিস্ফোরক এক সাক্ষাৎকারের কারণে বিশ্বকাপের মাত্র কয়েকদিন আগে তাকে ছেড়ে দিয়েছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এএইচএস